শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবি রিপোর্টার্স ইউনিটি’র তৃতীয় বর্ষে পদার্পণ

ইবি প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র তৃতীয় বর্ষে পদার্পণ।

তৃতীয় বর্ষে পদার্পণ ও ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় অনলাইনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক অধিকার ও অধিকার ডট নিউজ।

আগামী ১৬ ই ডিসেম্বর কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরষ্কার বিতরণ করা হবে। ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

এদিকে ২য় বর্ষপূর্তিতে রিপোর্টার্স ইউনিটি'র সদস্যদের নিয়ে বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ভার্চুয়াল আলোচনা সভা, অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

ইবি রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি মুরতুজা হাসান জানান, ইচ্ছা ছিলো ২য় বর্ষপূর্তি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করবো। কিন্তু করোনা পরিস্থিতিতে বর্ষপূর্তি উদযাপন অফলাইনে করতে না পারলেও অনলাইন কুইজ প্রতিযোগিতা, ভার্চুয়াল আলোচনা সভা ও অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করায় সংগঠনটির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, 'সত্য সন্ধানে মুক্ত কলম সৈনিক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতা বুকে ধারণ করে এ সংগঠনটি ২০১৮ সালের ১৮ই নভেম্বর থেকে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ ও সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়