শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় আ.লীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫

আজিজুল ইসলাম: [২] বাঘারপাড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আসঙ্কাজনক অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা হাস্পাতালে পাঠানো হয়েছে। আহত ৬জনকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টায় দিকে উপজেলার ইন্দ্রা বাজারে এ ঘটে ঘটে।

[৪] হাসপাতালে ভর্তি আহতরা হচ্ছে আব্দুর রব (৪৫), শরিফুল ইসলাম (৪৫), ফেরদৌস (৩০), রবিউল ইসলাম (৪৬), শুকুর আলী (৪০) ও বাহারুল ইসলাম (৫০)। এরা সবাই উপজেলার ইন্দ্রা গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আবদুর রব ও রবিউল ইসলামকে পরে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

[৫] স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী বিকেলে উপজেলার নারিকেলবাড়িয়ায় যান নির্বাচনী প্রস্তুতি হিসেবে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলতে। রাতে তিনি বাঘারপাড়া বাজারের দিকে ফিরছিলেন। রাত সোয়া ৯টার দিকে ইন্দ্রা বাজারে তিনি গাড়ি থামান কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলার উদ্দেশে। ওই সময় সেখানে অবস্থানরত তরিকুল নামে এক নৌকা সমর্থকের সঙ্গে তার বচসা হয়। খবর পেয়ে দিলু পাটোয়ারীর সমর্থকরা সেখানে ছুটে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

[৬] বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনকে সামনে রেখে এই মারপিটের ঘটনা ঘটলো। আগামী ১০ ডিসেম্বর এই পদে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ছেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী এবং বিদ্রোহী প্রার্থী হয়েছেন জোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম দিলু পাটোয়ারী। বিএনপি থেকে নির্বাচন করছেন জামদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুর রহমান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়