শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালাল বিমানবন্দরে সোয়া ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার, দুবাই ফেরৎ যাত্রী আটক

সুজন কৈরী : [২]  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের ৬ কেজি ৯০০ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। বুধবার সকালে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মহব্বত আলী নামের একজন দুবাই থেকে আসা যাত্রীকে আটক করা হয়েছে। মহব্বতের বাড়ি নারায়ণগঞ্জে।

[৩] কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মারুফুর রহমান জানান, স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যে কাস্টমস কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইট ঢাকায় পৌঁছে। ওই ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে মহব্বত আলীকে সন্দেহ হলে তাকে বোর্ডিং ব্রিজে নেয়া হয়। সেখানে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তল্লাশী চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। স্বর্ণগুলোর মোট ওজন ৬ কেজি ৯০০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

[৪] মারুফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহব্বত আলী জানিয়েছেন, তিনি প্রায় ৭দিন আগে দুবাই গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে দিদার ওরফে সোহাগ নামের একজনের পরিচয় হয়। দিদার তাকে স্বর্ণবারগুলো ঢাকায় পৌঁছে দেয়ার অনুরোধ জানান। এজন্য এক লাখ টাকা মহব্বতকে দেয়ার কথা বলেন দিদার। কিন্তু মহব্বত আড়াই লাখ টাকা দাবি করেন। প্রথমে রাজি না হলেও এক পর্যায়ে দিদার রাজি হন এবং স্বর্ণগুলো ঢাকায় এনে বাচ্চু নামের একজনের কাছে পৌঁছে দেয়ার কথা বলেন। দিদার মূলত একজন বাহক হিসেবে স্বর্ণগুলো নিয়ে এসেছেন বলে জানান কাস্টমস কর্মকর্তা মারুফুর রহমান।

[৫] স্বর্ণ উদ্ধারের ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। সেইসঙ্গে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের হয়েছে এবং আটক যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়