শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীম আহমেদ: স্বাধীন বাংলাদেশে ভাস্কর্য ছিলো, ভাস্কর্য থাকবে

শামীম আহমেদ : [এক] সম্প্রতি ইসলামী শাসনতন্ত্রের সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবী করা হয়েছে। আওয়ামী লীগ গত ১২ বছরে সুপরিকল্পিত গণতন্ত্র হত্যার (এটা দেশের জন্য দরকার ছিলো সেটা ভিন্ন আলাপ) মাধ্যমে বিএনপি-জামায়াতকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দিয়ে ইসলামী উগ্রবাদীদের রাজনীতির প্রধান প্রতিপক্ষ বানিয়েছে। হেফাজতের আন্দোলনে ২০১৩-১৪ সালে সিংহাসন নড়ে উঠার পর ধর্মীয় উগ্রবাদীদের সাথে ক্রমাগত আপোষের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ২০১৭ সালে তাদের হাইকোর্টের সামনে থেকে গ্রিক দেবতার ভাস্কর্য সরানোর দাবি মেনে নেন। সেই সময় সুশীল সমাজের তীব্র প্রতিবাদ করলেও সরকার আপাত শান্তির লক্ষে উগ্রবাদীদের এই অন্যায় দাবি মেনে নেয়।
আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবি তারই ধারাবাহিকতা মাত্র এবং এর সম্পূর্ণ দায়ভার বর্তমান আওয়ামী লীগ সরকারের। এটি খুবই হতাশাব্যঞ্জক যে, নওফেল ভাই ছাড়া আওয়ামী লীগের মন্ত্রী-এমপি সুবিধাভোগীরা তো দূরে থাক, বুদ্ধিবৃত্তিক নন-বেনিফিসিয়ারি সমর্থকদেরও এর বিরুদ্ধে তেমন কিছু বলতে দেখা যাচ্ছে না। স্বাধীন বাংলাদেশে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের অযৌক্তিক এবং ধর্মান্ধ দাবির বিরুদ্ধে সাধারণ মানুষ যদি তীব্র প্রতিবাদ না করে এবং সরকার যদি কঠোর ব্যবস্থা না নেয়, সেটা হবে বাংলাদেশকে আফগানিস্তান কিংবা পাকিস্তান বানানোর দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার অংশ বিশেষ।

[দুই] ভাস্কর্য বা মূর্তির প্রতি মুসলমানদের ক্ষোভের কারণ কী? ধর্মের ভিত্তিতে বিস্তারিত বলতে পারবো না, কারণ ধর্ম নিয়ে আমার পড়াশোনা সীমিত। তবে ধর্ম, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি যাই হোক, সাধারণ যুক্তি-তর্কে তার ব্যাখ্যা মেলা জরুরি বলে মনে করি। আমি যতোটুকু বুঝি মূর্তিপুজা আল্লাহর একেশ্বরবাদ ধারণার সাথে সাংঘর্ষিক বলে ইসলাম প্রবর্তনের সময়কালে মূর্তিপুজা নিষিদ্ধ করা হয়। মূর্তিপুজা নিষিদ্ধ বলে হয়তো মূর্তিও নিষিদ্ধ। এখন যেই মূর্তি আল্লাহ্ ব্যতিত কোনো ঈশ্বরকে ইঙ্গিত করে না, সেটা হুমকি স্বরূপ নয় বলেই আমার সাধারণ জ্ঞান বলে। অন্যান্য ধর্মের যে সব মূর্তি, সেগুলোও এই নিষেধাজ্ঞা থেকে বাদ যাবার কথা, কারণ ইসলামে অন্যের ধর্ম পালনে বাধা দেওয়ার কথা বলা হয়নি। সেই হিসেবে আমি মনে করি ঈশ্বর, দেবতা, সৃষ্টিকর্তা ইত্যাদি ধারণার বাইরে যেসব ভাস্কর্য সেগুলো ইসলাম ধর্মের বাধা-নিষেধের আওতায় পড়ার কথা না।

[তিন] বাংলাদেশ একটা স্বাধীন দেশ। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়। পূর্ব-পাকিস্তানের জন্মও তাই ধর্মের ভিত্তিতেই। এমনকি এই ধারণার পক্ষে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও। তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়লেই এই বিষয়ে জানতে পারবেন। কিন্তু একটা পর্যায়ে পাকিস্তান অর্থনৈতিক ও সাংস্কৃতিক অত্যাচার-নিপীড়ন শুরু করলে ধর্ম ভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে ৯ মাসের মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয়। আমাদের দেশের সরকারের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশের সরকার ব্যবস্থায় ধর্মের কোনো প্রভাব নেই। ইসলামী শরিয়তী আইনের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হয় না। সুতরাং প্রথমভাগে ইসলামে ভাস্কর্য নিয়ে আমার ধারণা ভুল হলেও রাষ্ট্রীয়ভাবে ঠিক আছে। বাংলাদেশে ভাস্কর্য স্থাপন ও সংরক্ষণ বৈধ।

[চার] বাংলাদেশের সংবিধানের শুরু হয়েছে বিসমিল্লাহির-রাহমানির রাহিম (দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নাম) দিয়ে। রাষ্ট্রধর্ম হিসেবে উল্লেখ আছে ইসলামের কথা। আবার এও বলা আছে ‘আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে৷ একই সাথে রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মনিরপেক্ষতা ইঙ্গিত দেয় বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো সবসময়ই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বর্তমান আওয়ামী লীগ সরকারও তার ব্যক্তিক্রম নয়, বরঞ্চ বলা চলে তারা এর নেতৃত্ব দিচ্ছে সাম্প্রতিক সময়ে।

যাই হোক, ‘বাংলাদেশের আইনের উৎস মূলত ব্রিটিশ আইন আর বাংলাদেশের ফৌজদারি এবং দেওয়ানি আইন সার্বজনীন ও সেক্যুলার৷ রাষ্ট্রীয় আইনে ধর্মের কোনো প্রভাব নেই৷ বাংলাদেশের বিচার ব্যবস্থা মূলত দণ্ডবিধি, ক্রিমিন্যাল প্রসিডিউর কোড এবং সিভিল প্রসিডিউর কোড দিয়ে পরিচালনা করা হয়৷ আদালত ব্যবস্থাও সার্বজনীন৷ এখানে ধর্মের ভিত্তিতে আদালতের কোনো বিভাজন নেই৷ রাষ্ট্রীয় আইনে ধর্মীয় বা শরিয়া আইন বা আদালত বলতে কিছু নেই৷ ম্যাজিস্ট্রেট আদালত, জেলা ও দায়রা আদালত এবং সুপ্রিম কোর্ট মোটা দাগে এভাবেই আদালতের স্তর বিন্যাস’। সুতরাং ইসলাম ধর্মে যদি যে কোনো ভাস্কর্যের প্রতি নিষেধাজ্ঞা থাকেও, তবুও সেটা বাংলাদেশ রাষ্ট্রে প্রযোজ্য হবে না, কারণ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শরিয়া ধর্মের কোনো অস্তিত্ব নেই।

[পাঁচ] জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর শীর্ষ ১০টি মুসলিম দেশ হচ্ছে যথাক্রমে ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ (হ্যাঁ বাংলাদেশ ৪ নম্বরে), নাইজেরিয়া, মিশর, ইরান, তুরস্ক, আলজেরিয়া এবং সুদান। এই সবগুলো দেশেই ভাস্কর্য আছে। মৌলবাদী, উগ্রবাদীরা সেগুলো ভাঙার চেষ্টা করেনি এমন নয়, কিন্তু তাদের হুমকি-ধামকি মোকাবেলা করে এইসব ভাস্কর্য দাঁড়িয়ে আছে। যার কিছু কিছু পৌরাণিক গুরুত্বও বহন করে। আমি এখানে কিছু ছবি দিলাম যেগুলোতে শীর্ষ ১০টি মুসলিম দেশের কিছু ভাস্কর্য দেখা যাবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবি করা ইসলামী শাসনতন্ত্রের নেতাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের নিহত শহীদদের সংখ্যা নিয়ে যে কোনো ভ্রান্ত ধারণা ছড়ানোর বিপক্ষে ‘যড়ষড়পধঁংঃ ফবহরধষ ধপঃ’এর মতো কঠিন আইন করা হোক। ১৫ নভেম্বর ২০২০

  • সর্বশেষ
  • জনপ্রিয়