ফজলুল বারী: বাংলাদেশে কারও সঙ্গে দেখা হলে সালাম বা আদাব-নমস্কার বিনিময় হয়। বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সম্ভাষণের ভাষা ছিলো জয় বাংলা। দেখা হবার সময় এবং বিদায়ের সময়। জয় বাংলা। আওয়ামী লীগের যখন দুর্দিন তখন শরীয়তপুর মাদারীপুরে যারা নিয়মিত সংসদ নির্বাচনে জিততেন তাদের একজন শওকত আলী।
মাঝে তাঁর এলাকা নদী ভাঙনে শেষ হয়ে যাচ্ছিলো। তার কোনো সাড়া শব্দ না দেখে ফোন নাম্বার সংগ্রহ করে তাঁর বাড়িতে ফোন দিয়েছিলাম। শুনলাম তিনি কথা বলতে পারেন না। আমার সঙ্গে জয় বাংলা নিয়ে তাঁর সম্পর্ক উল্লেখ করলে তাঁর স্বজনেরাও আবেগপ্রবণ হয়ে পড়েন। অতঃপর তিনি আর নেই। বিদায় বেলায়ও তাকে বলবো জয় বাংলা। ভালো থাকবেন।