শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড প্রতিরোধে সচেতন নয় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিরা

আনিস তপন :[২] করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি সব মন্ত্রণায় বিভাগ নিজ কর্মকর্তা-কর্মচারিদের স্বাস্থ্যবিধি অনুসরণ ও অবশ্যই মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তা মানার নির্দেশনা দিয়েছে।

[৩] এদিকে কোভিড বিস্তার রোধ ও আক্রান্ত নন এমন ব্যক্তিকে সুরক্ষিত রাখতে গত ৪ জুন ‘করোনা ট্রেসার বিডি অ্যাপ উদ্বোবন কওে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)।

[৪] এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় অ্যাপটি মানুষের জীবন ও জীবিকার সুরক্ষা বেষ্টনী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

[৫] অথচ অ্যাপটি এখনও অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারিরাই নিজেদের মোবাইলে ডাউনলোড করেননি। অথচ এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা ও স্বাস্খ্য শিক্ষা বিভাগে ৭৪ জন, মন্ত্রিপরিষদ বিভাগে ২৭ জন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৩৯ জন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ২০ জন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এখন পর্যন্ত ৮ জন কর্মকর্তা-কর্মচারি করোনা আক্রান্ত হয়েছেন।

[৬] করোনা আক্রান্ত এবং আক্রান্ত নন এমন প্রায় ৪০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কর্মচারির সঙ্গে আলাপে জানাগেছে সড়ক পরিবহন বিভাগের একজন কর্মকর্তা ছাড়া কারো মোবাইলেই অ্যাপটি ডাউনলোড করা নেই বলে জানান। অ্যাপটির কাজ কি বা এটি কিভাবে সুরক্ষা বেষ্টনী তৈরী করে সে সম্পর্কে কোনো ধারণা নেই কর্মচারিদের। আর ঊর্ধ্বতন কর্মকর্তরা এটি কর্যকর নয় বলে মোবাইলে ডাউনলোড করেননি বলে দাবি করেন।

[৭] এ বিষয়ে জানতে চাইলে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম বলেন, বিভিন্ন গণমাধ্যমে অ্যাপটি সম্পর্কে প্রচার হয়েছে। আইসিটি বিভাগসহ ন্যাশনাল ওয়েব পোর্টালে এ সম্পর্কে বলা হয়েছে। আইসিটি বিভাগ থেকে সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অ্যাপটি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাছাড়া অ্যাপটি সম্পর্কে জানার জায়গা আছে। করোনা এখনও আছে, ধারাবাহিকভাবে রোগী বাড়ছে। শীত আসছে, করোনার তীব্রতা বাড়বে। কাজেই অ্যাপটির প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। তাই যারা অ্যাপটি ডাউনলোড করি নাই তারা এখনও সময় আছে তা করতে পারি।

[৮] তবে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এরই মধ্যে সরকার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়