শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৪ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

সুজন কৈরী : [২] রাজধানীর কদমতলী ও চকবাজার এবং কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১০। আটক করা হয়েছে ৪ জনকে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।

[৩] রাব-১০ জানিয়েছে, রোববার রাতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃতে একটি দল কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আরমান (২৫) নামের একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৯ হাজার ৯৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার থেকে ১টি লরি ও ১টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।¬

[৪] র‌্যাব-১০ আরও জানিয়েছে, একইদিন ব্যাটলিয়নের সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে রাজধানীর কদমতলী এবং চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সৌরভ (৩৬), মোহাম্মদ ইলিয়াস (৩৪) ও নুরুল ইসলাম (১৮) নামের তিন জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনসেট এবং নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জনিয়েছেন, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে কুমিল্লা ও ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়