শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করল আফগানিস্তান ও ভারত

ডেস্ক রিপোর্ট: আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার দাবি প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান।যুগান্তর

ইসলামাবাদের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে ভারত।

এ দাবি প্রত্যাখ্যান করে কাবুল বলেছে, আফগানিস্তানের কোনো ভূখণ্ড ব্যবহার করে ‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ পরিচালনা করতে দেয়া হচ্ছে না। খবর রয়টার্স, আলজাজিরা ও আনাদোলুর।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কাবুল। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ নেই।

শনিবার যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং সেদেশের সেনা মুখপাত্র মেজর জেনারেল বাবর ইখতেখার অভিযোগ করে বলেন, আফগান ভূখণ্ড ব্যবহার করে ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

এ অভিযোগ অস্বীকার করে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ অভিযোগ তারা প্রত্যাখ্যান করছে। পেশোয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার সঙ্গে বিচ্ছিন্নতাবাদী উপজাতীয় নেতা মালিক মোহাম্মদের জড়িত থাকারও কোনো প্রমাণ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনীর দাবিও তারা জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। এতে বলা হয়, আফগান সরকার ও জনগণ সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার হয়েছে। এ কারণে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্ববাসীর সঙ্গে একাত্ম হয়ে আফগানিস্তান কাজ করছে।

পাকিস্তানসহ অন্যসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতায় এ অঞ্চলের সন্ত্রাস দমনে তারা কাজ করছে।

পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগও প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। নয়াদিল্লির এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের অভিযোগের কোনো সত্যতা নেই এবং এটি বানোয়াট ও কাল্পনিক।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের কৌশল সম্পর্কে অবগত এবং পাকিস্তানই সন্ত্রাসবাদের মদদদাতা এটা প্রমাণিত।

ভারতের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অপপ্রচার চালানোর আরেকটি ব্যর্থ চেষ্টা এটি।

তিনি বলেন, ভারতের অভ্যন্তরে সন্ত্রাসীদের অনুপ্রবেশে পাকিস্তানের সেনারা সব সময় সহায়তা দিয়ে আসছে।

ইসলামাবাদে শনিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, সন্ত্রাসবাদে মদদদাতার প্রমাণ জাতিসংঘে দেয়া হবে। এ সময় তিনি ভারতের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্রের পাশাপাশি কুরেশি আরও বলেন, আমরা এখন পাকিস্তানে সন্ত্রাসবাদে ভারতের প্রত্যক্ষ রাষ্ট্রীয় মদদের অকাট্য প্রমাণ বিশ্বের দরবারে উপস্থাপন করতে চলেছি। যে মদদের কারণে নিরীহ পাকিস্তানিদের জীবন গেছে।

তিনি বলেন, জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক সংস্থাকে একগাদা প্রমাণ দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়