শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারে ভোক্তা খরচ বৃদ্ধি পাচ্ছে

রাশিদ রিয়াজ : কোভিড মন্দা কাটিয়ে উঠছে চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি বাস্তবায়নের মধ্যে চীনের কেন্দ্রীয় ব্যাংক যে বিশেষ তহবিলের যোগান দিয়েছিল তাতে অক্টোবরে পূর্বাভাসের চেয়ে শিল্প প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে ৬.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগের পরিমানও বৃদ্ধি পেয়েছে। চীনে জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে সেপ্টেম্বরে খুচরা বিক্রি ৩.৩ থেকে বৃদ্ধি পেয়েছে ৪.৩ শতাংশ। চীনের রফতানি চাহিদা বৃদ্ধি সামাল দিতে বেশ কিছু উদ্দীপনামূলক সহায়তা প্যাকেজ দিয়েছে দেশটির সরকার।

গত মাসে চীনে গোল্ডেন উইক হলিডে কেন্দ্র করে ভোক্তা ব্যয় বৃদ্ধি পায়। এছাড়া নভেম্বরে সিঙ্গেলস ডে শপিং উৎসবে কেনাকাটা আরো বৃদ্ধি পায়। গত বছর টানা ১০ মাসে খুচরা বিক্রির হার ৫.৯ শতাংশে স্থির ছিল। এবছর চতুর্থ প্রান্তিকে এসে তা পরিবর্তিত হয়। পরিসংখ্যান ব্যুরোর ফু লিংহুই বলেন গত বছরের তুলনায় খাবার দোকানের রাজস্ব এবছর শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে। হংকংয়ের ম্যাককুয়ারি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ল্যারি হু বলেন চতুর্থ প্রান্তিকে গত তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি ৪.৯ থেকে সাড়ে ৫ শতাংশে বৃদ্ধি পাবে বলে আশা করছি। কারণ অর্থনীতির তিন প্রধান শক্তিশালী খাত শিল্প, বিনিয়োগ ও রফতানি চাঙ্গা হয়ে উঠছে। দুর্বল দিক মূলধন ব্যয়ের দিকেও নজর দেয়া হচ্ছে।

ল্যারি আরো বলেন প্রবৃদ্ধি ফের ঘুরে দাঁড়ানোর লক্ষণ ধীরে হলেও স্পষ্ট হয়ে উঠছে। রফতানি প্রবৃদ্ধি ধরে রাখার জন্যে মূলধনের যোগান ও সুদের হার হ্রাস নিশ্চিত করা জরুরি। চীনের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অবশ্য উদ্দীপনা প্যাকেজগুলো প্রত্যাহারের কথা বললেও এ বিষয়ে সমন্বয়ে তাড়াহুড়া করা উচিত নয় বলছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যাংকিং গ্রুপের প্রধান অর্থনীতিবিদ রেমন্ড ইয়েউং বলেন চীন ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি বৃদ্ধির দিকে আগাচ্ছে। এবং এধরনের ধারাবাহিক অর্থনৈতিক গতি অব্যাহত থাকলে চীন কর্তৃপক্ষ সহায়তার পাশাপাশি সংস্কারের দিকে নজর দিতে শুরু করবে। একই সঙ্গে গ্রামীণ পর্যায়ে বেকারত্বের হার হ্রাস পেয়ে ৫.৩ শতাংশে দাঁড়িয়েছে। তামার দর টন প্রতি ৭ হাজার ২’শ ডলার ওঠায় তা শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক বলেই ধরা হচ্ছে। সম্পদে বিনিয়োগের পরিমানও গত ১০ মাসে প্রথমবারের মত পূর্বাভাসের ১.৬ এর চেয়ে ১.৮ শতাংশে বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়