শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি : [২] গাজীপুর মহানগরের টঙ্গী আরিচপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছ র‌্যাব-১ এর সদস্যরা। রোববার দিনগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী পূর্ব থানার আরিচপুর নতুন বাজার রেলগেইট শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি চাকু এবং তিনটি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো, গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীটেক এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৭), একই থানার মরকুন পশ্চিমপাড়ার জনৈক দুধু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া জামালপুর জেলার বকসিগঞ্জ থানার গলাকাঠি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো: মাসুদ (২৫), মরকুন মীরেরপাড়ার জনৈক ওয়াহিদ মাতুব্বরের বাড়ীর ভাড়াটিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার কাচারীকান্দী এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে মো: মেহেদী হাসান (২২) এবং আমতলীর জনৈক রুমান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া শেরপুর জেলার নকলা থানার কলাপাড়া এলাকার মৃত গাজী সুলতানের ছেলে মো: মিজানুর রহমান (২০)।

[৪] র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন টঙ্গী পূর্ব থানার আরিচপুর নতুন বাজার রেলগেইট এলাকায় একটি সংঘবদ্ধ দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে প্রিন্স টেইলার্স এন্ড ফেব্রিক্স এর সামনে অভিযান পরিচলান করা হয়। এসময় চাপাতি, চাকু ও তিনটি মোবাইল ফোনসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

[৪] তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। অপরাপর সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ছিনতাই-ডাকাতি করে আসছে। এছাড়াও অপরিচিত বা এলাকায় কেহ নতুন আসলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে অপরাধ কার্যক্রম করে এবং তাদের ছিনতাই-ডাকাতির কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করতো। উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত জিএমপি গাজীপুর সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়