শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের বিরুদ্ধে ৪ কোটি ২৪ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন

সুজন কৈরী : [২] হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের বিরুদ্ধে ৪ কোটি ২৪ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় ইন্সুরেন্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোমবার ভ্যাট আইনে মামলা করা হয়েছে। আর প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় ২৪ লাখ টাকা পরিশোধ করেছে।

[৩] ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স লিমিটেড রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকার ১১ নম্বরস্থ এল্লাল চেম্বারের ৩য় তলায় অবস্থিত। ভ্যাট ফাঁকির অভিযোগ থাকায় সংস্থার উপপরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে একটি বিশেষ দল কোম্পানির ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত তদন্ত করে।

[৪] প্রতিষ্ঠানটির দাখিল করা সি.এ. ফার্মের বার্ষিক প্রতিবেদন, দাখিলপত্র (মূসক-১৯) এবং বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের জমাকৃত ট্রেজারি চালানের কপি ও অন্যান্য দলিলাদি থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের আড়াআড়ি যাচাই করে প্রতিবেদনটি তৈরি করা হয়। এছাড়া তদন্তকালীন প্রতিষ্ঠানের আইনানুগ বক্তব্যও আমলে নেয়া হয়েছে।

[৫] ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের দেয়া তথ্য ও দলিলাদির ভিত্তিতে তদন্তকালে উৎসে কর্তন বাবদ ১ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৮২ টাকার ভ্যাট ফাঁকি উৎঘাটিত হয়েছে। এই ফাঁকির উপর ভ্যাট আইন অনুযায়ী মাস ভিত্তিক ২ শতাংশ হারে ১ কোটি ৪ লাখ ৮৬ হাজার ৯৭ টাকা সুদ প্রযোজ্য হবে। এছাড়া একইসময়ে স্থান ও স্থাপনার উপর ভাড়া বাবদ ৮৪ লাখ ৫৮ হাজার ৯১৮ টাকার ভ্যাট ফাঁকি উৎঘাটন করা হয়, যার উপর মাস ভিত্তিক ২ শতাংশ হারে ৩৮ লাখ ৮৫ হাজার ১৫৩ টাকা সুদ আদায়যোগ্য। সার্ভিসচার্জসহ অন্যান্য খাতেও ভ্যাট ফাঁকি দেয়া হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৩৭৮ টাকা, যার উপর মাস ভিত্তিক ২ শতাংশ হারে ৩ লাখ ২১ হাজার ৪৬৯ টাকা সুদ প্রযোজ্য। প্রতিষ্ঠানটির ভ্যাটবাবদ মোট ২ কোটি ৭৭ লাখ ২৭ হাজার ৩৭৮ টাকা এবং সুদবাবদ ১ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৭১৯ টাকাসহ মোট ৪ কোটি ২৪ লাখ ২০ হাজার ৯৮ টাকা ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটিত হয়েছে।

[৬] হোমল্যান্ড ইন্সুরেন্স কর্তৃপক্ষ ইতোমধ্যে ভ্যাট গোয়েদা অধিদপ্তরে উপস্থিত হয়ে লিখিতভাবে নিরীক্ষা প্রতিবেদনটি মেনে নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তারা স্বেচ্ছায় ২৪ লাখ ২০ হাজার ৯৮ টাকা জমা দিয়েছেন। তদন্তে উদঘাটিত ভ্যাট ফাঁকি ও সুদসহ মোট ৪ কোটি টাকা সরকারি কোষাগারে শিগগির স্বেচ্ছায় জমা দিবেন বলে ভ্যাট গোয়েন্দাকে অবহিত করেছে হোমল্যান্ড ইন্সুরেন্স কর্তৃপক্ষ।

[৭] তদন্ত প্রতিবেদনটি ন্যায় নির্ণয়নের জন্য ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে পাঠানো হবে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়