শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাবি প্রতিনিধি: [২] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রণজিৎ দাস চৌহান লিভার জন্ডিস ও কিডনি সমস্যাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। গতকাল রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ অবস্থায মৃত্যু হয় তার।

[৩] রণজিৎ বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের এবং শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ধনঞ্জয়পুর গ্রামে।

[৪] রণজিৎের মৃত্যুর বিষয়ে তার বড়বোন প্রিয়াংকা রাণী দাস সূত্রে মুঠোফোনে জানায়, রণজিৎ আগে থেকেই লিভারের সম্যসায় ভুগছিল। হঠাৎ করে গত তিন-চারদিন আগে তার জ্বর শুরু হলে প্রাথমিক ভাবে ওষুধে জ্বর ভালো হয়। কিন্তু প্রচন্ড পায়ে ব্যাথা এবং একপর্যায়ে অনবরত বমি হতে থাকে। অবস্থার অবনতি হলে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেয়া হয়।

[৫] সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানান রণজিৎের রক্তশুন্যতা, কিডনির সম্যসা ও লিভার জন্ডিস। পরে ডাক্তারের পরামর্শে সেখান থেকে তাকে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই মৃত্যু হয় তার।

[৬] আজ বিকেলে নিজ গ্রামের বাড়িতে শ্মশানে তার সৎকার করানো হবে বলে জানিয়েছে রণজিৎের পরিবার।

[৭] এদিকে রণজিৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনে সোসাইটির বর্তমান কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। তার মৃত্যুতে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়