শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিহারে নির্বাচনের সময় রাহুল গান্ধী পিকনিক করছিলেন, অভিযোগ আরজেডি নেতা শিবানন্দ

রাশিদুল ইসলাম : [২] ভারতের বিহারে নির্বাচনে হারের জন্য এবার সরাসরি কংগ্রেসকে দায়ী করলেন তেজস্বী যাদবের দলের নেতা। আরজেডির অভিযোগ, বিহারে নির্বাচনে পুরোদমে কাজ করেনি কংগ্রেস। সংবাদসংস্থা এএনআইকে আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি বলেন, মহাজোটের পায়ের শিকলে পরিণত হয়েছে কংগ্রেস। ওরা ৭০টি আসনে প্রার্থী দিয়ে ৭০টি জনসভাও করেনি। রাহুল গান্ধী তিনদিনের জন্য এসেছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া আসেননি। যারা বিহারের সঙ্গে পরিচিত নয়, তারা ভোট প্রচারে এসেছিলেন। এটা ঠিক নয়। দি ওয়াল

[৩] শিবানন্দ আরও বলেন, শুধুমাত্র বিহারেই এই ঘটনা ঘটছে না। অন্যান্য রাজ্যেও কংগ্রেস বেশি জোর দেয় বেশি আসনে প্রার্থী দেওয়ার দিকেই, কিন্তু কীভাবে সেই প্রার্থীদের জেতাতে হবে সেই নিয়ে তারা কিছু ভাবে না। কংগ্রেসের এই বিষয়ে চিন্তা করা উচিত।

[৪] তিনি বলেন, জোর কদমে নির্বাচন চলছিল, অন্যদিকে রাহুল গান্ধী শিমলাতে প্রিয়াঙ্কার বাড়িতে বসে পিকনিক করছিলেন। এভাবে কি একটা দল চলে? যেভাবে কংগ্রেস দল চলছে তাতে সেটা বিজেপিকেই বেশি সুবিধা করে দিচ্ছে।

[৫] বিহারের নির্বাচনে ৭০টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১৯টি আসনে জিতেছে তারা। তার থেকে অনেক কম আসনে প্রার্থী দিয়েও ভাল ফল করেছে বাম দলগুলি। একার ক্ষমতায় মহাজোটকে জেতানোর কাছে নিয়ে চলে গিয়েছিলেন আরজেডি। আর তাই কংগ্রেসের বিরুদ্ধে আরজেডির ক্ষোভ অনেক বেশি।

[৬] অভিযোগ, আসন বন্টনে দেরি হওয়ার জন্য বিহারে মহাজোটের এই ফল হয়েছে। রোববার কংগ্রেস নেতা তারিক আনোয়ার জানিয়েছেন, এই হার থেকে শিক্ষা নেওয়া উচিত মহাজোটের। জোটের মধ্যে থেকে কীভাবে নির্বাচনে লড়াই করা উচিত সেটাও ভেবে দেখতে হবে কংগ্রেসকে। তবে এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কোনও হাত নেই। তারা নিজেদের কাজ করেছেন। এভাবে অভিযোগ করলে সেটা জোটের জন্য ভাল নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়