শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেশন্স লিগে পোল্যান্ডকে হারিয়ে শীর্ষে ইতালি

স্পোর্টস ডেস্ক : [২] ল নেশন্স লিগে নিজেদের মাঠে রোববার (১৫ নভেম্বর) ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইতালি। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা পেছনে ফেলে নেশন্স লিগে জয়ে ফিরেছে ইতালি। পোল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। - বিবিসি স্পোর্টস

[৩] প্রথমার্ধে জর্জিনিয়ো দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান দোমেনিকো বেরার্দি।

[৪] টুর্নামেন্টে গত মাসে পোল্যান্ডের মাঠে গোলশূন্য ড্রয়ের পর নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছিল চারবারের বিশ্বকাপ জয়ীরা।

[৫] গত সপ্তাহে প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ইতালি অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারতো। ডি-বক্সের বাইরে থেকে ফেদেরিকো বের্নারদেস্কির জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক।

[৬] ২০তম মিনিটে লরেন্সো ইনসিনিয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল দেননি রেফারি। এর ছয় মিনিট পরই সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন জর্জিনিয়ো। ডি-বক্সে আন্দ্রেয়া বেলোত্তি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

[৭] একের পর এক আক্রমণ করা ইতালি প্রথমার্ধে গোলের উদ্দেশে শট নেয় আটটি, যার দুটি ছিল লক্ষ্যে। বেশিরভাগ সময় নিজেদের ঘর সামলাতে ব্যস্ত থাকা পোল্যান্ড বিরতির আগে গোলের উদ্দেশে একটি শটও নিতে পারেনি। দলের সেরা তারকা রবের্ত লেভানদোভস্কি ছিলেন নিজের ছায়া হয়ে।

[৮] দ্বিতীয়ার্ধের শুরুতে ইনসিনিয়ের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ৭২তম মিনিটে ডি-বক্সে বেলোত্তির শট প্রতিপক্ষের একজনের হাতে লাগার পর ইতালির খেলোয়াড়রা পেনাল্টির আবেদন করলেও সাড়া দেননি রেফারি। ৭৭তম মিনিটে গোরালস্কি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

[৯] নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা বেরার্দি। ইনসিনিয়ের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

[১০] এই নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত রইলো ইতালি। সবশেষ হেরেছিল পর্তুগালের বিপক্ষে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর।- বিডি নিউজ ২৪

[১১] পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ইতালির পয়েন্ট ৯। গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৩-১ গোলে হারানো নেদারল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ১ পয়েন্ট কম নিয়ে তিনে পোল্যান্ড। বসনিয়ার ২ পয়েন্ট।- ফিফা

  • সর্বশেষ
  • জনপ্রিয়