শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন বিরোধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও প্রতিরোধ গড়ে তুলবে আওয়ামী লীগ, যারা বাধা দেবে তাদের হাত ভেঙে দেয়ার ঘোষণা

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের যারা বিরোধিতা করেছে, তারা স্বাধীনতা বিরোধী। তারা শুধু ভাস্কর্যই না, বঙ্গবন্ধুর সংগ্রামের ইতিহাসকেও অস্বীকার করে। ইতিহাসের মহানায়কের ভাস্কর্য স্থাপন বাধা দিয়ে রোধ করা যাবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

[৩] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। যারা বিরোধিতা করছে, এটি অনভিপ্রেত, অনাঙ্খিত ও ধৃষ্টতাপূর্ণ। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়া হবে।

[৪] আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়র হোসেন বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে, তারা কোনটা মূর্তি কোনটা ভাস্কর্য, সেটিই জানে না। বিশ্বের মুসলিম দেশগুলোতেও ভাস্কর্য আছে। তাহলে আমাদের দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হলে, আপত্তি কিসের। ভাস্কর্য বিরোধিতাকারীদের হাত ভেঙ্গে দেয়া হবে।

[৫] শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, যতটুকু বলেছেন ক্ষমা চেয়ে সাবধান হয়ে যান, সাপ্রদায়িক সপ্রীতি নষ্ট করলে ঘাড় মটকে দেব।

[৬] গত ১৩ নভেম্বর রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে সমাবেশ করেছে তৌহিদি জনতা ঐক্য পরিষদ। এ সমাবেশে বক্তব্য রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। সম্পাদনা: বিশ্বজিৎ দত্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়