শিরোনাম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমি রহমান পিয়াল: দেশের এই ক্রান্তিকালে আওয়ামী লীগ নেতারা কই?

অমি রহমান পিয়াল: চল্লিশ ভাগ ভোটার মানেই জনগণের চল্লিশভাগ আওয়ামী লীগ না! দেশে আওয়ামী লীগ নেতাকর্মীর সংখ্যা আসলে কতো? জেনুইন হিসাব করলে কিন্তু আঁতকে ওঠা লাগবে। এই জেনুইনদের বেশির ভাগরেই গত একযুগ ধরে বসায়া দেয়া হইছে। পক্ষ ভারী করতে ঢুকানো হইছে বিএনপি-জামায়াত হাইব্রিডদের। ওকা স্যার যেই কাউয়ার কথা কন তার অশিভাগ উইড়া আইসা জুইড়া বইছে তার মদতে, তার প্রশ্রয়ে। আজ আওয়ামী লীগের কমিটিতে ছাত্রলীগের কমিটিতে জামায়াত-শিবিরের জয় জয়কার। নেতারা খুশি- গোটা দেশ আম্লীগ হয়া গ্যাছে হালায়! এই আওয়ামী লীগ সাঈদীর মুক্তি চায়, শাহবাগ আন্দোলনকারীদের নাস্তিক বইলা গালি দেয়। বঙ্গবন্ধুর ভাস্কর্যরে মূর্তি মাইনা অপসারণে সহমত পোষণ করে।

দেশের এই ক্রান্তিকালে আওয়ামী লীগ নেতারা কই? যেই হেফাজতরে কান্ধে বসাইছিলেন তারা তো এখন পাছার কাপড় তুইলা পুটু মারতেছে। আপনারা আমোদে চোখ বুইজা আছেন। দুর্নীতির তেল চর্বিতে আপনাগো পোদভারী হয়া গেছে, চেয়ারে পাছা আটকায়া গেছে, নড়তে চড়তে পারতেছেন না। এখন নেতা ডাইকা যারা মুখে ফেনা তুলতেছে, জুতা চাইটা দিতেছে, এরাই দড়ি আগায়া দেবো ঝুলাইতে। নইড়া বসেন। রাস্তায় নামেন, পোলাপানরে নামান। হ্যাডম দেখান।

হেফাজত কড়া নাড়তেছে। এসপারওসপারের এটাই সময়। তাগো কাছে যুবতী কন্যা কিংবা ভগ্নী বিবাহ দিয়া সোগা বাঁচানোর চিন্তা ছাড়েন। মাঠে নামেন লগি বৈঠা নিয়া। ছাগল খোয়াড়ে না ঢুকাইলে উন্নয়নের ডালপালা খাইয়া সাফ কইরা দিবো। বঙ্গবন্ধু শেখ হাসিনার নাম নিশানা এরা মুইছা দেবে ইতিহাসের পাতা থিকা। জাগেন। আশরাফ ভাইর সম্মানে হইলেও জাগেন...। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়