শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নদী রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নে হবে একাধিক কমিটি

আনিস তপন ও তাপসী রাবেয়া: [২] ঢাকার চারপাশের নদী দখলমুক্ত, দূষণরোধ ও নাব্যতা বাড়াতে নেওয়া মহাপরিকল্পনা বাস্তবায়নে জড়িত সংশ্লিষ্ট সব পক্ষগুলোর মধ্যে সমন্বয় সাধনে এই কমিটি করবে সরকার।

[৩] সচিবালয়ে রোববার ঢাকার চারপাশের নদী দখলমুক্ত, দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য গঠিত মাস্টারপ্ল্যান প্রণয়ন কমিটির সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এ তথ্য জানান।

[৪] তিনি বলেন, অনুমোদিত মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে যে সমস্ত অবৈধ দখল আছে ইতোমধ্যে আমাদের নৌ মন্ত্রণালয় দখলমুক্ত করেছে।

[৫] মন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় যে কাজগুলো করবে সেগুলো সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে করতে হবে। মাস্টারপ্ল্যানে চাহিদা মোতাবেক সিটি করপোরেশনের সাথে ভিন্নমত নিষ্পত্তি করার জন্য কয়েকটি কমিটি করার কথা আলোচনা হয়েছে। আলোচনা করে আমরা কমিটি গঠন করে দেব।

[৬] খাল উদ্ধার প্রশ্নে মন্ত্রী বলেন, ঢাকা শহরের অভ্যন্তরে যেসব খাল রয়েছে সেগুলো সংস্কার ও ওয়াকওয়ে তৈরি করে সম্ভাব্য যত সুযোগ আছে তা কাজে লাগানোর জন্য দুয়েকটা প্রকল্প নেওয়া হয়েছে।

[৭] বৃত্তাকার নৌপথ বাস্তবায়ন নিয়ে ১৩টি ব্রিজের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- এই প্রশ্নে মন্ত্রী তাজুল বলেন, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেগুলো নৌপথে বাধার সৃষ্টি করছে সেগুলো রিভিউ করার জন্য আলোচনা হয়েছে। সেগুলো স্থানীয় সরকার বিভাগের হলে আমরা বসবো এবং সেগুলোকে ভেঙে জরুরি ভিত্তিতে নির্মাণ করার চিন্তা করা হচ্ছে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়