শিরোনাম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে শান্তিপূর্ণ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত

কামাল হোসেন: [২] বাংলাদেশ রেলওয়ের ১৫৮তম জন্মদিনে গোয়ালন্দ ঘাট স্টেশন থেকে রাজশাহী গামী আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেসসহ প্রত্যাহারকৃত ট্রেনগুলো এ রুটে পূনরায় চলাচলের দাবিতে ১৫ নভেম্বর রোববার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত গোয়ালন্দ ঘাট রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মে শান্তিপূর্ণ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করে স্থানীয়রা।

[৩] এসময় স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেম, সোহানুর রহমান খান, শেখ ইউনুস আলী, শাহজাহান, লালমিয়া, কাশেম ফকিরসহ অনেকেই জানান, বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট একটি ঐতিহ্যবাহী স্টেশন। সেখানে প্রতিদিন লোকাল ও মেইল ট্রেনের পাশাপাশি আন্তঃনগর ট্রেনে হাজার হাজার মানুষ যাতায়াত করে। তা সত্বেও একের পর এক বিভিন্ন ট্রেনসহ গোয়ালন্দ ঘাট থেকে রাজশাহী রুটে চলাচলকারি আন্তঃনগর ওই ট্রেনটিও আকস্মিকভাবে প্রত্যাহার করে নেয় সংশ্লিষ্ট কর্তপক্ষ।

[৪] রুট পরিবর্তন করে ট্রেনগুলো অন্যান্য রেলপথে চলাচল করায় চরম ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ যাত্রী, স্থানীয় শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। ট্রেনগুলো বন্ধ থাকায় বাধ্য হয়েই তারা সড়ক পথে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীবাহী বাসে বিভিন্ন স্থানে যাতায়াত করছে। যার ফলে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসাও বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাড়িয়েছে।

[৫] এসময় তারা আরো জানান রেলমন্ত্রীর আশ^াস সত্তেও আজ পর্যন্ত এ রুটে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু হয়নি, আগামী ১৫দিনের মধ্যে এই রুটে মধুমতি এক্সপ্রেস ট্রেনসহ বন্ধ হওয়া অন্যান্য ট্রেনগুলোর চলাচল শুরু না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।

[৬] এ বিষয়ে গোয়ালন্দ ঘাট রেলওয়ে ষ্টেশন মাষ্টার মো. আ. জলিল বলেন, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনসহ অন্যান্য ট্রেনগুলো রুট পরিবর্তন করায় এ রুটের যাত্রী সাধারণসহ স্থানীয় শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম দূর্ভোগে পড়েছে।

[৭] উল্লেখ্য, গত ৩১ অক্টোবর শনিবার রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন ফরিদপুর ও মাগুরা সফরে যাওয়ার পথেদৌলতদিয়া ফেরি ঘাটে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের দাবির প্রেক্ষিতে পুর্বের ন্যায় আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এ রুটে চলাচল করবে বলে আশ্বাস দিলেও তা আজ অবদি বাস্তবায়ন হয়নি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়