শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২ দিন বিরতির পর সংসদে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতার ওপর আলোচনা শুরু

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় ও বর্ণাঢ্য জীবনের উপর ২দিন বিরতির পর আজ রবিবার সন্ধ্যায় আবার আলোচনা শুরু হয়েছে। সভাপতিত্ব করছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। ৫ম দিনের মতো চলছে এই আলোচনা। স্পীকার আলোচনার ওপর বক্তব্য রাখছেন। আজ সমাপনী বক্তব্য রাখবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের।
গত বৃহস্পতিবার রাতে সংসদের অধিবেশন রবিবার পর্যন্ত ২দিনের জন্য মুলতবি করা হয়।
[৩] ৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো আব্দুল হামিদ বঙ্গবন্ধুকে নিয়ে সংসদে স্মারক বক্তৃতা রাখেন। রাষ্ট্রপতির বক্তৃতার পর আলোচনার জন্য সাধারণ প্রস্তাব আনেন গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৪] সংসদ নেতা শেখ হাসিনা নোটিশ আকারে তার প্রস্তাব উত্থাপনের পর এর উপর বিশেষ আলোচনা শুরু হয় । সংসদ সদস্যরা টানা চারদিন আলোচনা করবেন এবং বৃহস্পতিবার এ প্রস্তাবটি গ্রহণ করা হবে বলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের প্রথম দিন ৮ নভেম্বর রবিবার সংসদকে জানিয়েছেন।

[৫] প্রস্তাব গৃহীত হবার পরপরই শুরু হয় আলোচনা। আলোচনা সূচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের।

[৬] ৪দিন টানা আলোচনার কর্মসূচি ছিলো। সংসদ নেতা সংসদে উপস্থিত বেশি সংখ্যক সংসদ সদস্যকে আলোচনায় অংশ নেবার সুযোগ দেওয়ায় আলোচনার কার্যদিবস ১দিন বাড়ানো হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা যায়।

[৭] সূত্র জানায়, সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর কাছে সংসদ সদস্যরা স্মারক বক্তৃতার ওপর আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়টি জানার পর সংসদ নেতার পরার্মশে সময় বাড়ানো হয় ।

[৮] গত টানা চতুর্থ দিন স্মারক বক্তৃতার ওপর ৫৩ জন সংসদ সদস্য বক্তব্য রাখেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সদস্যরা আলোচনায় অংশ নেন। আজ সমাপনী বক্তব্য রাখবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের।

[৯] গত সেমবার সংসদে প্রস্তাব উপস্থাপনের আগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর একটি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার জন্য মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন তিনি। সেই সময়কালে বাংলাদেশের উন্নয়নের সামগ্রিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ শুরু করেন তিনি।

[১০] তিনি বলেন, ২০২০ সালে জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মময় জীবন ও দর্শনের ওপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হউক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়