শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক হতে যাচ্ছে: স্বাস্থ্য ডিজি

লাইজুল ইসলাম: [২] রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহম্মদ খুরশিদ আলম বলেন, দু একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। বিদেশে থাকা প্রবাসীরা যখন দেশে আসবে তখন অবশ্যই নেগেটিভ সনদ আনতে হবে। এখন কোভিড সংক্রমণ বাড়তে পারে। এজন্য সাবধান হতে হবে।

[৩] তিনি বলেন, বিমানবন্দরে শিগগিরই বসতে যাচ্ছে আরো চারটি থার্মাল স্ক্যানার। যার মাধ্যমে বিদেশ থেকে আসা যাত্রীদের দ্রুত সময়ের মধ্যে স্ক্যান করা যাবে।

[৪] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা আসেনি। তবে যদি নির্দেশনা আসে তা নিয়ে আমরা কাজ শুরু করবো। এখন যারা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে আসছেন না তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করা হচ্ছে।

[৫] বিমানবন্দরের স্বাস্থ্য কেন্দ্রের সহযোগি পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, যারা আসবে তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট অবশ্যই পিসিআর ল্যাবের হতে হবে। বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হজক্যাম্পসহ অন্যান্য ক্যাম্পগুলোতে কোভিড স্যাম্পল গ্রহণের বুথ বসানো হবে।

[৬] ডা. শাহরিয়ার বলেন, যারা কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসবেন না তাদের কোয়ারেন্টাইন নিজ খরচে করতে হবে কি না তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এমন সিদ্ধান্ত আসতেও পারে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়