শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজেন্দ্র কলেজে শহীদ বীরমুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিন নৌফেল গেটের উদ্বোধন

হারুন-অর-রশীদ : [২] বছরব্যাপী মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারী রাজেন্দ্র কলেজে শহীদ বীরমুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিন নৌফেল গেট এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজের অধ্য প্রফেসর মোশার্রফ আলী নাম ফলক ছবি যুক্ত গেটটির উদ্বোধন করেন।

[৩] এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্য অসীম কুমার সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম বাবু সহ কলেজের শিক ও ছাত্র-ছাত্রীরা।

[৪] উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে ৭১ এর ৯ ডিসেম্বর ফরিদপুর সদরের সবচেয়ে বড় রক্তয়ী সম্মুখ যুদ্ধ হয়েছিল কানাইপুর ইউনিয়নের করিমপুর গ্রামে। এ যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিন নৌফেলসহ সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হন।

[৫] যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা গ্রামবাসীদের ঘরে আশ্রয় নিলে তাদের নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়। আর মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ায় পাকসেনারা চারজন গ্রামবাসীকেও হত্যা করেন।

[৬] করিমপুর যুদ্ধে শহীদ হওয়া সাত শহীদ মুক্তিযোদ্ধা হলেন- কাজী সালাউদ্দিন, মেজবাহ্ উদ্দিন নৌফেল, আব্দুল ওয়াহাব, সোহরাব হোসেন, আব্দুল আওয়াল, আব্দুল হামিদ ও মজিবুর রহমান। মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ায় যাদের হত্যা করা হয় তারা হলেন, ওই গ্রামের বাকেল উদ্দীন মন্ডল, হযরত উদ্দীন মন্ডল, হাশেম আলী মন্ডল ও আবু খাঁ।

[৭] আর এই সাত জনের ভিতর শহীদ বীর মুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিন নৌফেল এর নামে কলেজের পূর্ব পাঁশে এই গেটটি স্থাপন করা হলো কলেজের প থেকে।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়