শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাদাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত নড়াইলবাসী

জিরু শেখ: [২] ‘নড়াইল ভলেন্টিয়ার্স’ এর প্রতিষ্ঠাতা কিশোর সাদাত রহমান সাকিব ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন।

[৩] তার এই সাফল্যে শুভকামনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ১৩ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে শহরে সাদাতকে এই পুরষ্কার দেয়া হয়।

[৪] নোবেলজয়ী মালালা ইউসুফজাই বিজয়ী সাদাত রহমানের নাম ঘোষণা করেন।

[৫] ১৩ নভেম্বর নেদারল্যান্ডসে সাদাত রহমানের হাতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই ভারচুয়ালি ভাবে ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ তুলে দিয়েছেন।

[৬] এই কিশোর তার বন্ধুদের সহায়তায় ‘সাইবার টিনস’ মোবাইল অ্যাপতৈরি করে ‘সাইবার অপরাধ’ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে। এই অ্যাপের মাধ্যমে কিশোর-কিশোরীরা জানতে পারে কীভাবে ইন্টারনেট দুনিয়ায় সুরক্ষিত থাকা যায়।

[৭] এদিকে সাদাতের এই ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ লাভ করায় আনন্দিত বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান, তার নিজের একটি সামাজিক সংগঠন ‘নড়াইল ভলেন্টিয়ারস’ এছাড়া নড়াইলের প্রশাসন।

[৮] নড়াইল জেলার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রশংসায় ভাসছে সাদাত রহমান।

[৯] নড়াইল-২ আসনের এমপি সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পেজে লিখেছেন, তোমার (সাদাত) এই আন্তর্জাতিক স্বীকৃতি নড়াইলের প্রত্যেক মানুষের জন্য গর্বের এবং আনন্দের।

[১০] সাদাতের মা মলিনা খাতুন ছেলের এ সাফল্যের কথা ব্যক্ত করতে গিয়ে বলেন, সে নড়াইল তথা দেশের সুনাম বয়ে এনেছে। এ জন্য আমরা খুবই আনন্দিত।

[১১] সাদাতের সঙ্গে তার বাবাও নেদারল্যান্ডসে রয়েছেন। আগামী ১৬-১৭ নভেম্বর তারা দেশে আসবেন।

[১২] নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সাদাতের আইডিয়া আমাদের অ্যাকশন। এটা আমাদের একটি বড় সাফল্য। এ পর্যন্ত সাইবার টিনস-এর মাধ্যমে প্রায় ৫০টির মতো অভিযোগের মীমাংসা হয়েছে। ১২টির মতো সাইবার অপরাধীর বিরুদ্ধে মামলা হয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে বুঝিয়ে, তাদের সঙ্গে কাউন্সেলিং করে এবং অভিভাবককে জানিয়ে এ সমস্যা মোকাবিলা করা হয়েছে।

[১৩] জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, সাইবার বুলিংয়ের শিকার কিশোর-কিশোরীদের রক্ষায় সাদাত অ্যাপ তৈরি করেছে তা অভাবনীয়। আমরা এ আইডিয়ার সঙ্গে প্রথম থেকেই রয়েছি। তার টিমকে জেলা শিল্পকলা ভবনে একটি কক্ষ দেওয়া হয়েছে কাজ করার জন্য। অনেক ক্ষেত্রে তাকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। সাদাত নড়াইলে এলে তাকে সংবর্ধনা দেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

[১৪] নড়াইলের রাজনৈতিক দলগুলো থেকেও সাদাতকে অভিনন্দন জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়