শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় আমন চাষে ভালো ফলন ও বেশি দামে খুশি কৃষক

বাবুল আক্তার: [২] যশোরের চৌগাছায় গত বছরের তুলনায় এ বছর আমন ধানের ফলন বেশি হয়েছে। যে কারনে উপজেলায় উৎপাদনও বেড়েছে। ভালো ফলন ও আশানুরূপ দাম পেয়ে খুশি কৃষক। বর্তমানে এমন চিত্র বিরাজ করছে উপজেলার কৃষকদের মাঝে। এরই মধ্যে এখানে উঁচু জমির ধান কাটা শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে শুরু হবে নিচু জমির ধান কাটা।

[৩] এ বছর অতিবৃষ্টির কারণে আমন ধানে পোকামাকড়ের আক্রমণ ছিল বেশি। এজন্য কীটনাশক বাবদ ব্যয় করতে হয়েছে অনেক টাকা। তারপরেও ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষক।

[৪] উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি বছরে উপজেলায় ১৭ হাজার ৮’শ ৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছিল। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৬ হাজার ৭’শ ২৫ মেট্রিক টন।

[৫] উপজেলার চাঁদপাড়া গ্রামের কৃষক আবু সালাম জানান, গত বছর তিনি দুই বিঘা জমি থেকে আমন ধান পেয়েছিলেন ৩০ মণ। কিন্তু এ বছর ধান কেটেছেন কিন্তু এখনো মাড়ায় করতে পারেননি। দুই বিঘা জমিতে ৪০ মণেরও বেশি ধান পাবেন বলে তিনি আশা করছেন। এলাকার চাষীরা জানান গত বছরের তুলনায় এবছর দামও বেশি। প্রতি মণ ধান ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি করতে পেরে খুব খুশি আছেন তারা।

[৬] লালমনিরহাট কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন বলেন, এবছর বর্ষার পরিমান বেশি হওয়ায় প্রথম দিকে আমন ক্ষেতে রোগ পোকার আক্রমন একটু বেশি ছিল। কৃষি উপসহকারি কমকর্তাদের তদারকি ও কৃষকদের পরিশ্রম ও সচেতনতার কারনে ভালা ফলন হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়