শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে ২০ টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২

আল হেলাল: [২] সুনামগঞ্জে ২০ টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহতের নাম- বাপ্পি মিয়া (৩০)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের ফজিল হকের ছেলে। আহতরা হলেন- হ্নদয় মিয়া (২৮) ও তার বন্ধু হাসান মিয়া (২৭)। শনিবার রাত ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

[৩] এ ব্যাপারে পুলিশ ও এলাকাবাসী জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের মুদি দোকানদার ইকবাল হোসেন একই গ্রামের ফজিল হকের ছেলে বাপ্পি মিয়ার কাছে দোকান বাকি বাবদ ২০ টাকা বকেয়া পাওনা পেত। শনিবার রাত ৮টায় বাড়ির সামনের রাস্তায় দোকান বাকির ২০টাকা নিয়ে বাপ্পি মিয়ার সাথে মুদি দোকানদার ইকবাল হোসেনের ছেলে হ্নদয় মিয়া ও তার বন্ধু একই গ্রামের জসিম মিয়ার ছেলে হাসান মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।

[৪] এসময় ধারালো অস্ত্র দিয়ে বাপ্পি মিয়ার পেটে আঘাত করে হ্নদয় মিয়া ও হাসান মিয়া পালিয়ে যায়। আর বাপ্পি মিয়া জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এ ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন এসে বাপ্পি মিয়াকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে ৮টায় পথে তার মৃত্যু হয়।

[৫] সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহিদুর রহমান হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন- ধারালো ছুরির আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাপ্পি মিয়ার মৃত্যু হয়েছে। রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়