শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে হোসেনপুরের যুবক দুর্বৃত্তদের হাতে নিহত

আশরাফ আহমেদ: [২] সৌদির রিয়াদে কিশোরগঞ্জের হোসেনপুরের আবু সাঈদ (৪০) নামের এক যুবক দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার অভিযোগ করেছে নিহতের পরিবার।

[৩] সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত সাঈদ উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। নিহতের স্ত্রী নিলুফা (৩৫) জানায়, তার স্বামী তারই এক আত্মীয়ের মাধ্যমে সাড়ে সাত লাখ টাকার দিয়ে তিন বছর আগে একই উপজেলার পুমদি ইউনিয়নের পুমদি গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে মো. জাহাঙ্গীর আলমের মাধ্যমে সৌদিতে যায়। সাঈদ সৌদিতে জাহাঙ্গীরের অধীনে কৃষি শ্রমিকের কাজ করতো। তারা একই কক্ষে বসবাস করে আসছিল।

[৪] সাঈদের সরলতাকে কাজে লাগিয়ে জাহাঙ্গীর তার (সাঈদের) আকামা লুকিয়ে ফেলে যাতে সে অন্য কোথাও সরে যেতে না পারে। সেই সুযোগে তার কাজের টাকা পুরোটাই নিয়ে যেত জাহাঙ্গীর। এ দিকে সাঈদের ঋণের চাপে তার স্ত্রী গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ফোন করে সাঈদকে। কিন্তু পরদিন শুক্রবার রাতে সাঈদের মৃত্যুর ছবি প্রতিবেশি আবুল হোসেনের মাধ্যমে জানতে পেরে তার পরিবার। অনেক বার চেষ্টা করেও সাঈদের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

[৫] অন্যদিকে তার সাথে বসবাসকারীরা সাঈদকে মেরে পালিয়ে যায়। গত রোববার (১৫ নভেম্বর) নিহত আবু সাঈদের বাড়িতে গিয়ে দেখা যায় তার মৃত্যুতে শোকের মাতম চলছে। এ সময় নিহতের ভাই আবদুস সালাম জানায়, সেখানে বসবাসরত আবদুল্লাহ নামের একজনের মাধ্যমে জানা যায়, তার ভাই জাহাঙ্গীর এর কাছে তিন লাখ ও আশরাফ নামের আরেকজনের কাছে এক লাখ টাকা জমা রেখে ছিল।

[৬] এছাড়াও সাঈদের ৭/৮ মাসের বেতন ওই জাহাঙ্গীর এর কাছে পাওনা ছিল। এ টাকা চাওয়ার কারণেই তার ভাইকে ওরা মেরে ফেলেছে তার ধারণা। এ সময় পরিবারের লোকজনেরা সরকারের সহযোগিতায় নিহত সাঈদের লাশ দেশে ফেরত আনার জন্য আকুতি নিবেদন করেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়