শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশি খেলোয়াড় না থাকায় কোন ভাবেই আকর্ষণ কম হবে না : মিরাজ

রাহুল রাজ : [২] বিপিএলে দলগুলির ভরসার জায়গা জুড়ে থাকেন বিদেশি ক্রিকেটাররা। দেশের সিনিয়র ক্রিকেটারদেরও থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপর তরুণ ও উঠতি ক্রিকেটারদের সুযোগ থাকে সামান্যই।

[৩] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বিদেশি ক্রিকেটার না থাকায় তাই তরুণদের জন্য বড় সুযোগ দেখছেন অনেকে। সেই সাথে আকর্ষণও কমবে না বলে মনে করেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন তিনি। - চমক নিউজ

[৪] ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের আগে গণমাধ্যমকে মিরাজ বলেন, আমার কাছে মনে হয় বিদেশি খেলোয়াড় না থাকায় আকর্ষণ কম হবে না। আমাদের দেশি খেলোয়াড়রা ভালো একটা সুযোগ পাচ্ছে। নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রমাণ করার একটা সুযোগ পাচ্ছে।

[৫] মিরাজ আরো বলেন, ‘এর আগে যতগুলো টুর্নামেন্ট হয়েছে, বিপিএল বলুন বা অন্য টুর্নামেন্টগুলো- বিদেশি খেলেছে। বিপিএলে একাদশে ৪ জন বিদেশি খেলে, দেশি খেলোয়াড় খেলে ৭ জন। এখানে কিন্তু ১১ জনই দেশি খেলোয়াড় সুযোগ পাচ্ছে। সব দেশি খেলোয়াড়ই পারফর্ম করবে।’ - দেশরূপান্তর

[৬] করোনা পরবর্তী এই সময়ে সেরাদের মঞ্চে মিরাজ নিজেকেও ঝালিয়ে নিতে চান মিরাজ। তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা পজিটিভ সাইন। সবাই ভালো দল সাজিয়েছে, সবাই গুরুত্ব সহকারে নিচ্ছে। আমিও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবো। বিসিবি প্রেসিডেন্টস কাপে এত ভালো খেলতে পারিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়