শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্ধবীর মামলায় গ্রেফতার দুলাভাই-শ্যালিকা

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধায় কিশোরীকে গণধর্ষণের মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) গণধর্ষণের শিকার কিশোরী গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করলে রাতেই গোবিন্দগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নারায়ণগঞ্জে একই বাসায় ভাড়া থাকার সুবাদে বরিশালের বাকেরগঞ্জের ওই কিশোরীর সঙ্গে গোবিন্দগঞ্জের কিশোরী আদুরীর পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

২৭ অক্টোবর আদুরীর সঙ্গে তাদের গোবিন্দগঞ্জের বাড়িতে বেড়াতে আসেন নির্যাতিতা কিশোরী। শুক্রবার আদুরী তার দুলাভাই সোহেল মিয়ার সঙ্গে ওই কিশোরীকে ঢাকায় পাঠান। শুক্রবার সকালে ওই কিশোরীকে নিয়ে মোটরসাইকেলে রওনা হন সোহেল।

রাতে অপরিচিত স্থানে নিয়ে গিয়ে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন মিলে ওই কিশোরীকে গণধর্ষণ করেন সোহেল। পরে গভীর রাতে তাকে বালুয়াবাজারে বাংলালিংক টাওয়ারের সামনে ফেলে রেখে চলে যান। খবর পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শনিবার দুপুরে নির্যাতনের শিকার কিশোরী বাদী হয়ে অভিযুক্ত সোহেলসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।

এরপর অভিযান চালিয়ে আদুরী ও অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। শনিবার বিকেলে গাইবান্ধা সদর হাসপাতালে নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়