শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলতাফ পারভেজ: বিহারের নির্বাচনে কংগ্রেস একেবারে শুয়ে পড়েছে

আলতাফ পারভেজ: বিহারের নির্বাচনের ফল কিছুটা জটিল। বিজেপি ভালো করেছে। কিন্তু তাদের প্রধান শরিক নীতিশ কুমারের জনতা দল চরম খারাপ করেছে। কংগ্রেসও খারাপ করেছে। কিন্তু তাদের মিত্র লালু প্রসাদের দল শক্ত অবস্থান বজায় রেখেছে। এদের মিত্র বামপন্থীরা অনেক ভালো করেছে। এই জটিল সমীকরণ থেকে চট করে কোনো উপসংহারে পৌঁছা কঠিন। বিজেপি ৫৩ থেকে বেড়ে ৭৪টিতে এগিয়ে থাকলেও লোকসভা নির্বাচনের মতো একচেটিয়া কোনো রায় পায়নি। লোকসভায় তাদের জোট ৪০ আসনের ৩৯টিতে জিতেছিলো। এবার এই জোট তেমন ভূমিধস বিজয় পায়নি। ফলে মোদি ঢেউ আছে এবং নেই দুটোই। আবার বিজেপিবিরোধী জোট তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও কংগ্রেস একেবারে শুয়ে পড়েছে। এ থেকে এমনও উপসংহারে যাওয়া যাচ্ছে না সেকুলারদের বিহারবাসী প্রত্যাখ্যান করেছে। কারণ বামরা গতবারের মাত্র ৩টি আসন থেকে বেড়ে এবার ১৭টিতে এগিয়ে আছে।

তার মধ্যে আবার বেশি এগিয়ে প্রাক্তন নকশাল ধারার লিবারেশন গোষ্ঠী। আসন প্রার্থী এগিয়ে থাকার অনুপাতে পুরো নির্বাচনে এদেরই অবস্থান সবচেয়ে ভালো। ‘মিম’ নামে পরিচিত আসাদ-উদ্দীন ওয়াইসির দলটিও মুসলমানপ্রধান ৫টি আসন পেয়ে চমকে দিয়েছে। ওয়াইসির মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কংগ্রেসের ‘মুসলমানভোট’ কেড়ে নিয়ে গেছে বড় অংকে। সাধারণভাবে মনে হচ্ছে বিজেপিকে মোকাবেলায় ভারতের মানুষ কংগ্রেস বরং আরও লড়াকু ধারাকে পছন্দ করছে। বিহারের এই অভিজ্ঞতার পর কংগ্রেসের সঙ্গে জোট করতে যে কোনো রাজনৈতিক দল এখন থেকে দ্বিতীয়বার ভাববে। তবে বিহার জানিয়ে দিলো ৪-৫ মাস পরে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। যাতে বাংলাদেশের জন্যও কিছু বার্তা আছে। এসব বিষয় নিয়ে সকালে ফলাফলের শুরুর ছবি দেখে যা লিখেছিলাম সেটা মন্তব্য কলামে রয়েছে, সন্ধ্যা নাগাদ পরিস্থিতি খুব সামান্য পাল্টিয়েছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়