শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে নতুন দলের পক্ষে রাহুল

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগামী বছর আইপিএলে যুক্ত হতে পারে নতুন দল। বাড়তে পারে দলের সংখ্যা। অনেকের মত, আবার এই নতুন দল হবে আহমেদাবাদের। সূত্রের খবর, ২০২২-২৩ সালে নতুন দল যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু একটি গোষ্ঠী নাকি চতুর্দশ আইপিএলেই খেলতে ইচ্ছুক। পূর্বপশ্চিম

আগামী বছর আইপিএলে দলের সংখ্যা বাড়বে কিনা, তা সময় বলবে। সেই অবস্থায় সাবেক ভারত অধিনায়ক ও বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়ও মনে করেন, আইপিএলে দল সংখ্যা বৃদ্ধির এটা সঠিক সময়। কারণ দেশে এতো প্রতিভা আছে যে দল বাড়ানোর কথা ভাবা যেতেই পারে।

এখনো বহু ক্রিকেটার রয়েছেন যারা সুযোগের অভাবে নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারছেন না। আইপিএলে দল বাড়লে তাদের জন্য একটা মঞ্চ তৈরি হবে। দ্রাবিড় বলেন, দেশে প্রতিভার কোনো অভাব নেই। আইপিএলে যদি দল বাড়ানো হয়, তাহলেও প্রতিযোগিতার মান পড়বে না।

আইপিএল শুরুর আগে রাজ্য ক্রিকেট সংস্থার উপরে নির্ভরশীল ছিলেন ক্রিকেটাররা। কারণ রঞ্জি ট্রফিতে রাজ্য দলে সুযোগ না পেলে আর কোনো রাস্তা খোলা থাকদতো না।

রাহুল তেওটিয়ার উদাহরণ টেনে এনে দ্রাবিড় বলেন, হরিয়ানার হয়ে রঞ্জি ট্রফি দলে সুযোগ পেত না তেওটিয়া। যুজবেন্দ্র চাহাল, অমিত মিশ্র ও জয়ন্ত যাদবের মতো স্পিনার থাকায় ও কোথায় খেলবে? আইপিএল মঞ্চ ওকে সেই সুযোগ করে দিয়েছে এবং সেখান থেকে খেলেই ও উঠে এল।

দ্রাবিড় মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটের পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা একমাত্র আইপিএল তুলে ধরতে পারে। তিনি বলেন, কোচ হিসেবে ক্রিকেটার তৈরি করার কাজ আমাদের। কিন্তু একজন ক্রিকেটার তৈরি হয় তার অভিজ্ঞতার মাধ্যমে। যেমন দেবদূত পাড়িক্কাল, বিরাট কোহলি ও এবি ডি ভিলিযার্সকে পাশে পেয়ে অনেক শিখতে পেরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়