শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীপাবলিতে নতুন ছবির ঘোষণা অক্ষয় কুমারের

মুসফিরাহ হাবীব: [২] দীপাবলির বিশেষ দিনে নতুন ছবির পোস্টার শেয়ার করে ঘোষণা দিয়ে বলিউড অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছেন, তার পরবর্তী ছবির নাম 'রাম সেতু'। ছবির পোস্টারের প্রথম ঝলকও শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, 'প্রজন্ম'কে যুক্ত করবে এই ছবি। সেইসঙ্গে ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন নায়ক।

[৩] লঙ্কায় রাবণবধ করে রামের অযোধ্যায় ফিরে আসার দিনই নাকি প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করা হয়েছিল। এই দিনকেই তাই নিজের ছবির ঘোষণার জন্য বেছে নিয়েছেন অক্ষয়।ছবির প্রথম ঝলকের পোস্টারে রামের ব্যাকগ্রাউন্ডে সামনে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। সমুদ্রের উপর দিয়ে হেঁটে আসছেন তিনি, গলায় গেরুয়া কাপড় জড়ানো রয়েছে।

[৪] ছবির পরিচালক অভিষেক শর্মা। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা। যা নিয়ে বলিউডে বেশ শোরগোল পড়েছে। পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছেন, 'এই দীপাবলিতে রামের আদর্শকে ভারতীয়দের মধ্যে উজ্জীবিত করতে আগামী প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে একটা সেতু নির্মাণ করা হোক। একটি বিরাট কাজ রয়েছে ভবিষ্যতের জন্য। আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা, রাম সেতু! সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা।

[৫] এর কয়েকদিন আগেই অক্ষয় কুমার ও কিয়ারা আডবানীর 'লক্ষ্মী' মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। এর পরেও অক্ষয়ের হাতে একাধিক ছবির কাজ রয়েছে। এ বছরের রাখিতেই তিনি 'রকষা বন্ধন' নামে একটি ছবির কথা ঘোষণা করেছিলেন। ২০২১ সালের ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা এ ছবি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়