শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

রাহুল রাজ : [২] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার-ছক্কার জমজমাট এই আসরটি শুরু হবে আগামী ২৪ নভেম্বর। আর প্রথমবারের মতো হওয়া এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।পাঁচ দলের এই টুর্নামেন্টে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে ২৪ নভেম্বর থেকে লিগ পর্বের খেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। আর এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ারের পর নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট।

[৩] গ্রুপ পর্বে একদিন পর পর রাখা হয়েছে দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। শেষ হবে ৪টা ৫০ মিনিটে। এরপর দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৬টা ৩০ মিনিটে। শেষ হবে ৯টা ৫০ মিনিটে। তবে শুক্রবারের ম্যাচ ২টায় শুরু হয়ে শেষ হবে ৫টা ২০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায় শুরু হবে। শেষ হবে ১০টা ২০ এ। সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

[৪] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি ২৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

২৫ নভেম্বর ম্যাচ নেই। ২৬ নভেম্বর দিনের প্রথম ম্যাচে খুলনাকে মোকাবেলা করবে রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা।

২৮ নভেম্বর, দিনের প্রথম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রাম খেলবে জেমকন খুলনার বিপক্ষে। অপর ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ বরিশাল।
৩০ নভেম্বর, দিনের প্রথম ম্যাচে বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম। আর দ্বিতীয় ম্যাচে ঢাকার মুখোমুখি হবে খুলনা।
২ ডিসেম্বর, দিনের প্রথম ম্যাচে বরিশালের প্রতিপক্ষ ঢাকা। আর দ্বিতীয়টিতে রাজশাহীর বিপক্ষে খেলবে চট্টগ্রাম।

৪ ডিসেম্বর. দিনের প্রথম ম্যাচে বরিশালের মুখোমুখি হবে খুলনা। দ্বিতীয় ম্যাচে ঢাকার মোকাবেলা করবে রাজশাহী।
৬ ডিসেম্বর দিনের প্রথমটিতে চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা। দ্বিতীয়টিতে খুলনা লড়বে রাজশাহীর বিপক্ষে।
৮ ডিসেম্বর, দিনের শুরুতে খেলবে রাজশাহী ও বরিশাল। আর শেষ ম্যাচটি গড়াবে খুলনা ও চট্টগ্রমের মধ্যে।

১০ ডিসেম্বর, দিনের প্রথম ম্যাচে ঢাকার মুখোমুখি হবে খুলনা। আর দ্বিতীয়টিতে বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম।
১২ ডিসেম্বর, দিনের শুরুটা হবে রাজশাহী ও চট্টগ্রামের দ্বৈরথে। আর শেষটায় বরিশালের বিপক্ষে খেলবে ঢাকা।

১৪ ডিসেম্বর, দিনের শুরুতে এলিমিটের ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থস্থানের দল। দ্বিতীয় ম্যাচটি প্রথম কোয়ালিফায়ার। যেখানে টেবিলের শীর্ষ দলের প্রতিপক্ষ দ্বিতীয়স্থানধারী দল। ১৫ ডিসেম্বর, দ্বিতীয় কোয়ালিফায়ার।

দুই দিন বিরতির পর ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফাইনালের জন্য ১৯ ডিসেম্বরকে রিজার্ভ ডে রাখা হয়েছে। - বিসিবি প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়