শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের খাজুরায় পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

যশোর প্রতিনিধি: [২] বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের নিকটাবর্তী হাইওয়ে’তে শনিবার ১৪ নভেম্বর সকাল আটটায় পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চার জন। দূর্ঘটনার শিকার পিকআপটি উদ্ধার করেছে পুলিশ।

[৩] নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইব্রাহিম। তিনি পিকআপ চালক ছিলেন। আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কেয়াঘাটা গ্রামের মাসুম মন্ডল, বাবু মোড়ল, শাওন ইসলাম ও কামরুল ইসলাম। মাসুম মন্ডল, বাবু মোড়ল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

[৪] আহত শাওন ইসলাম জানান, তারা সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলায় একটি বাসের সঙ্গে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপটির চালকের মৃত্যু হয়।

[৫] যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, হাসপাতালে আনার আগেই এক জনের মৃত্যু হয়। আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

[৬] বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনার শিকার পিকআপটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত পিকআপ চালকের বাড়ি সাতক্ষীরার কলোরোয়া উপজেলায়। এঘটনায় সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় না আসায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়