শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কমলগঞ্জে চা বাগানে তরুণীর লাশের পরিচয় পাওয়া গেছে, চারদিন আগে নিখোঁজ হয়েছিল

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশের পরিচয় পাওয়া গেছে। পরে শনিবার বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে চুড়ান্তভাবে লাশটি শনাক্ত করেন পরিবার সদস্যরা।

[৩] গত শুক্রবার বিকাল ৫টায় দেওড়াছড়া চা বাগানের একটি প্লান্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া তরুণী রেশমা বেগম (১৮) মাধবপুর চা বাগানের চা শ্রমিক মৃত আং রহিমের ছোট মেয়ে। ২০১৮ সালে সে এসএসসি পাস করে। চার দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। নিহতের পরনের জামা, গলার লকেট ও পায়ের নুপুর দেখে তার ভাই রহমত মিয়া বোনের লাশ শনাক্ত করে। নিখোঁজের সঠিক কোন কারণ জানা যায়নি।

[৪] কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গত শুক্রবার সন্ধ্যায় তরুণীর গলিত লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে উদ্ধার করে লাশ প্রেরণ করেন। এসময় লাশের ছবি তোলা হলে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করা হয়। সেই ছবি দেখেই পরিবার সদস্যরা প্রাথমিকভাবে লাশটি শনাক্ত করেন।

[৫] কমলগঞ্জ থানার ওসি আরও বলেন আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়