শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটগ্রামে পিটিয়ে-পুড়িয়ে হত্যা: প্রধান আসামির জবানবন্দি গ্রহণ

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার বুড়িমারীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুজবে জুয়েল (৫০) নামে একজনকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেন ৫ দিনের রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

[৩] শনিবার (১৪ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দীনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে আদালতে সোপর্দের পর তাকে জেলহাজতে পাঠানো হয়।

[৪] এদিকে গত বৃহস্পতিবার রাতে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ বুড়িমারী কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দীনকে (৫৫) গ্রেফতার করেছে।

[৫] লালমনিরহাট ডিবি পুলিশ তার ৫ দিনের রিমান্ডের আবেদন করলে একই আদালত রোববার শুনানির দিন ধার্য করেন।

[৬] এ ঘটনায় পাটগ্রাম থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। পরে মামলা তিনটি হস্তান্তর করা হয় জেলা গোয়েন্দা পুলিশের কাছে। পৃথক এসব মামলায় মসজিদের মুয়াজ্জিনসহ মোট ৩৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

[৭] গত বৃহস্পতিবার রাতে বুড়িমারী এলাকার মুয়াজ্জিন আফিজ উদ্দীনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মুয়াজ্জিন আফিজ উদ্দীন বুড়িমারী এলাকার মৃত. খইমুদ্দীনের ছেলে।

[৮] গত ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুয়েলের ওপর এ হামলার ঘটনা ঘটে।

[৯] নিহত যুবক শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার আবদুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়