শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কের নিশ্চয়তা দিতেন তিনি!

সুজন কৈরী: সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর কদমতলি থানা এলাকা থেকে গতকাল শুক্রবার রাত ১০টায় তাকে গ্রেপ্তার করা হয়।

সাইবার অপরাধ তদন্ত বিভাগের এডিসি মো. নাজমুল ইসলাম বলেন, অভিযুক্ত রমেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমিজমার ঝামেলাসহ বিভিন্ন বিষয়ে জ্বীনের দ্বারা সফল করার শতভাগ নিশ্চয়তা দিয়ে কাজ করার কথা বলে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিশেষ করে মহিলাদের আকৃষ্ট করতেন। কথাবার্তার এক পর্যায়ে কৌশলে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করতেন। পরে ছবি ও ভিডিও দিয়ে জ্বীনের ভয়-ভীতি দেখিয়ে ও ছবি ভাইরাল করার হুমকি দিয়ে বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

নাজমুল ইসলাম বলেন, কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সাইবার অপরাধ তদন্ত বিভাগ প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করে আদালতে পাঠানো হয়। শোনানী শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ইন্টারনেটে এ ধরনের প্রতারকদের থেকে নিজেকে নিরাপদ দুরত্ব রাখার আহ্বান জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। প্রয়োজনে পুলিশকে জানানোর অনুরোধও জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়