শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসে তেলের দর হ্রাসে সৌদি আরবের ক্ষতি ২৭ বিলিয়ন ডলার

রাশিদ রিয়াজ : সৌদি যুবরাজ বিন সালমান বলেছেন শুধু তেলের দর কমে যাওয়ায় তার দেশের ক্ষতি হয়েছে ১’শ বিলিয়ন রিয়াল। গত বছর সৌদি বাজেটে ৮৩৩ বিলিয়ন রিয়াল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল যার মধ্যে ৫১৩ বিলিয়ন রিয়াল ছিল তেল থেকে আয় বাবদ। করোনাভাইরাসের কারণে তেলে দর হ্রাসে সৌদি আরবের আয় কমেছে ৪১০ বিলিয়ন রিয়াল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে সৌদি সরকারি কর্মচারীদের বেতন দেয়া কঠিন হয়ে পড়েছে। এ বেতন বাবদ সৌদি সরকারের খরচ করতে হয় ৫০৪ বিলিয়ন রিয়াল। অর্থাৎ তেল বহির্ভুত আয় সৌদি সরকারকে বৃদ্ধি করতে হচ্ছে ৩৬০ বিলিয়ন রিয়াল। সৌদি গেজেট/গালফ নিউজ/অয়েল প্রাইস ডটকম

সৌদি যুবরাজ বলেন করোনাভাইরাস সত্ত্বেও নাগরিকদের বেশিরভাগ বেতন, ভাতা ও বোনাস দিতে সক্ষম হয়েছি। কোভিড মোকাবেলায় চিকিৎসা ও অন্যান্য সহায়তা বাবদ যথাক্রমে ১৮৮ ও ১৩৭ বিলিয়ন রিয়াল খরচ হয়েছে। এছাড়া পর্যটন, স্পোর্টস, শিল্প, কৃষি, যোগাযোগ, মহাকাশ ও খনিজ খাতে ব্যয় বেড়েছে। কিন্তু তেলের দর কমে যাওয়ায় সৌদি অর্থনীতিতে অপ্রত্যাশীত ধকল সামাল দিতে হচ্ছে।

আগামি ৩১ ডিসেম্বর পর্যন্ত ওপেক ও ওপেক বহির্ভুত তেল রফতানি দেশগুলো দিনে ৭.৭ মিলিয়ন ব্যারেল তেল কম উৎপাদন করছে। চাহিদা কমে যাওয়া তেলের দর যাতে আরো হ্রাস না পায় সেজন্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া আগামী বছর দিনে ৫.৮ মিলিয়ন ব্যারেল তেল কম উৎপাদনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশার কথা কোভিড ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনায় আগামী ডিসেম্বরের মধ্যে তেলের দর ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়