শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলি বেশি রান করা পছন্দ নয় অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনের

স্পোর্টস ডেস্ক : [২] বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম বিরাট কোহলি। তাঁর ব্যাটিং দেখা যেন চোখের প্রশান্তি। যে কারণে ব্যাটসম্যান কোহলিকে পছন্দ না করে উপায় নেই। ভিন্নতা নেই অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের কাছেও। যদিও প্রতিপক্ষ হিসেবে তাকে ঘৃণাই করেন পেইন।

[৩] এবিসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে অজি টেস্ট অধিনায়ক জানিয়েছেন, ক্রিকেট অনুরাগী হিসেবে কোহলির ব্যাটিং দেখতে পছন্দ করেন তিনি। কিন্তু তিনি বেশি রান করুক সেটা তাঁর পছন্দ নয়।

[৪] সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে সন্তানের মুখ দেখবেন ভারতীয় অধিনায়ক। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে একটি মাত্র টেস্ট খেলে দেশে ফিরবেন কোহলি। পুরো সিরিজে সময়ের ভারতীয় অধিনায়কের না থাকা কিছুটা হলেও স্বস্তি দেবে অজিদের।

[৫] কারণ প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের বিপক্ষে তিনি কতটা ভয়ংকর সেটা বেশ ভালোভাবেই জানেন অজি কাপ্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ৩৪ ইনিংসে ৪৮.৬ গড়ে ১৬০৪ রান করেছেন তিনি। যেখান ৪ হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৭ সেঞ্চুরি। যে কারণে প্রতিপক্ষ হিসেবে তাকে ঘৃণা না করে উপায় নেই।

[৬] পেইন বলেন, আমি বিরাট কোহলি সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছি, সে আমার কাছে আরেকজন খেলোয়াড়ের মতো যে আমাকে বেশি ভাবায় না। সত্যি বলতে তা সঙ্গে আমার এমন কোন মধুর সম্পর্কে নেই। আমি তাকে টস করার সময় দেখি, তার বিপক্ষে খেলি, বিষয়টা এমনই।

[৭] তিনি আরও বলেন, বিরাটের যে বিষয়টা এটা একটু হাস্যকর, আমরা ওকে (কোহলি) অপছন্দ করি কিন্তু একজন ক্রিকেট ভক্ত হিসেবে তার ব্যাটি উপভোগ করি। সে এই পরিস্থিতিটাকে বানিয়ে নিয়েছে। তার ব্যাটিং দেখতে ভালো লাগে কিন্তু আমাদের বিপক্ষে বেশি রান করুক এটা চাই না।

[৮] ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে দিবারাত্রির ম্যাচটি। দ্বিতীয় টেস্ট হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে। তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি, সিডনিতে। সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট হবে ১৫ জানুয়ারি, গ্যাবাতে। - ক্রিকফ্রেঞ্জি / এবিসি স্পোর্টস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়