শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আধুনিকায়ন হচ্ছে জবির মেডিকেল সেন্টার

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও সম্প্রসারণ করছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় স্থাপিত হবে নতুন মেডিকেল সেন্টার।

[৩] ইতিমধ্যেই সম্প্রসারিত মেডিকেল সেন্টারে প্যাথলজি ল্যাব স্থাপন কাজের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

[৪] জানা যায়, সম্প্রসারিত মেডিকেল সেন্টারে পাঁচটি কক্ষে ডাক্তারদের বসার কক্ষ,প্যাথলজিক্যাল ল্যাব ও দুইটি ওয়ার্ড স্থাপন করা হবে। প্যাথলজিক্যাল সেবার মধ্যে ইসিজি,ব্লাড টেস্টসহ নানাবিধ পরীক্ষার ব্যবস্থা থাকবে।এছাড়াও একটি আইসিউয়ের আদলে এসি কক্ষ স্থাপন করা হবে।

[৫] শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন করতে গত সেপ্টেম্বরে নতুন দুইজন মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
[৬]এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. সেলিম খান বলেন, মেডিকেল সেন্টার সম্প্রসারণ ও আধুনিকায়ন করার কাজ শুরু হয়েছে৷ আমরা আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সার্বিক কাজ সম্পন্ন হবে।

[৭] জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার ডাঃ মিতা শবনম বলেন, সামগ্রীকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ সকলের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই মেডিকেল সেন্টার সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হচ্ছে।মেডিকেল সেন্টার নির্মিত হলে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

[৮] ডাঃ মিতা শবনম আরও বলেন, প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করার ফলে সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা করা যাবে৷ নতুন মেডিকেল সেন্টারে ছেলেমেয়েদের জন্য আলাদা আলাদা ওয়ার্ড থাকবে৷ ফলে কেউ অসুস্থ হলে তাকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখতে পারব।

[৯] সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন,শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই মেডিকেল সেন্টার সম্প্রসারণ ও প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এখানে প্রাথমিক চিকিৎসার সকল সুবিধা পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়