শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা পৌরসভায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ১২ দিনে ২৩৯ জন আহত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভা এলাকায় হঠাৎ বেওয়ারিশ কুকুরের উৎপাত ব্যাপকভাবে বেড়েছে। চলতি মাসের ১২দিনে কুকুরের কামড়ে আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের জলাতঙ্ক বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন ২৩৯ জন। এরমধ্যে গত বৃহস্পতিবার চিকিৎসা নিয়েছেন ৩৫জন। এই ১২দিনে কুকুরে কামড়ানো পুরাতন রোগিরা চিকিৎসা নিয়েছেন ৫১৭ জন। গত অক্টোবর মাসে কুকুরের কামড়ে আহত হয়েছেন নতুন ৩২৬ জন এবং পরানো রোগি চিকিৎসা নিয়েছেন ৯০৬ জন। আহতদের অধিকাংশই গুরুতর জখম হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের জলাতঙ্ক বিভাগের চিকিৎসক।

এ ব্যাপারে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকীন আহমেদ চিশতী বলেন, সরকারি নির্দেশনা রয়েছে এখন কুকুর হত্যা করা যাবে না। তাই পাগলা কুকুরদের নিবৃত করতে রাতে তাদের মোড়ে মোড়ে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে প্রতিটি এলাকার পরিচ্ছন কর্মীদের সে নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে তিনি পৌরবাসীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েনে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন সাফায়েত জানান, ঋতুগত কারণে কখনও কখনও কুকুরের আক্রমণ ভাবটা বেড়ে যায়। তারা অনেকটাই উন্মাদ হয়ে পড়ে। ফলে সাধারণ মানুষকে হঠাৎ হঠাৎ কামড়াতে থাকে। বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন রয়েছে। তবে কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। সেক্ষেত্রে যদি ভ্যাকসিনের সংকট পড়ে ব্যক্তি উদ্যোগে ভ্যাকসিন গ্রহনের আহ্বান করেন জেলাবাসীর প্রতি। কারণ কুকুরে কামড়ানোর পর ভ্যাকসিন না নিলে মৃত্যুর আশংকা থেকে যায় শতভাগ। ফলে সরকারি সেবা তো চলছেই।

পাশাপাশি নিজ নিজ উদ্যোগে অবশ্যই চিকিৎসা গ্রহণের পাশাপাশি সকলকে সতর্কভাবে চলাচলের অনুরোধ করেছেন সিভিল সার্জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়