শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, ‘মুই বরিশাইল্লা’ শিরোনামে থিম সং গাইলেন অভিনেতা জায়েদ খান

নিজস্ব প্রতিবেদক : [২] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দল ফরচুন বরিশাল এর জন্য থিম সং গেয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বঙ্গবন্ধু কাপ শুরুর আগেই গানটি প্রকাশ পাবে।

[৩] রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ইতোমধ্যে গানটি রেকর্ড করা হয়েছে। বরিশালের আঞ্চলিক ভাষা মিশ্রিত গানটির শিরোনাম ‘মুই বরিশাইল্লা’। জায়েদ খান ছাড়াও গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। গানটির পরিচালক শাহরিয়ার রাফাত।

[৪] অভিনয় জগতে ব্যাপক পরিচিতি পেলেও গানের জগতে এবারই প্রথম জায়েদ খান। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টুকটাক গান গাইতেন। বরিশাল বিভাগের পিরোজপুরের ছেলে হওয়ায় ‘মুই বরিশাইল্লা’ গানটিতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব পান জায়েদ খান। নিজের আঞ্চলিক ভাষার গানে কণ্ঠ দেওয়ার সে প্রস্তাব ফেলতে পারেননি।

[৫] ২০০৮ সালে ভালোবাসা ভালোবাসা সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আবির্ভাব ঘটে জায়েদ খানের। বর্তমানে ঢাকাই সিনেমার বড় মুখ তিনি। অভিনয় ছাড়াও চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করছেন তিনি।

[৬] ড্রাফট শেষে ফরচুন বরিশাল শক্তিশালী দলই গঠন করেছে। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ইতোমধ্যে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে দলটির তোড়জোড় প্রশংসা কুড়িয়ে নিচ্ছে সমর্থকদের।

[৭] ফরচুন বরিশাল স্কোয়াড : তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ। তথ্যসূত্র, বিডি ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়