শিরোনাম

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইন্দিরা রোডে হঠাৎ বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট :[২] রাজধানীর ইন্দিরা রোডে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উড়ে গেছে ম্যানহোলের ঢাকনা। তবে দুর্ঘটনার সময় সড়কে মানুষের চলাচল না থাকায় এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল এলাকায় তিতাসের পাইপলাইনে দুটি লিকেজ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, সম্প্রতি ওয়াসা ও তিতাসকে চিঠি দিলেও কোনো ব্যবস্থা নেয়নি সংস্থা দুটি। সময়নিউজ

[৩]ক্ষতবিক্ষত সড়ক, স্থানে স্থানে বেশ কিছু গর্ত। উড়ে গেছে ম্যালহোলের স্ল্যাব। চিত্রটি রাজধানীর ইন্দিরা রোডের। নারায়ণগঞ্জ আর রাজধানীর আমরানিটোলা-ধানমন্ডিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনার কথা ভুলতে না ভুলতেই এ রাজধানীর এ ব্যস্ততম জায়গা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে বিকট আকারের শব্দে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। গন্ধ বের হয় গ্যাসের। তৈরি হয় ভয়ানক পরিবেশের। তবে অন্য দিনের ব্যস্ততম এই জায়গাটিতে শুক্রবার ছুটির দিন হওয়ায় মানুষের চলাচল ছিলো কম। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা বলছেন, ছুটির দিন না হয়ে স্বাভাবিক দিন হলে এখানে বড় ধরণের হতাহতের ঘটনা ঘটতে পারতো।

স্থানীয় একজন বলেন, পাথর ছিটে ছড়িয়ে পড়েছে। বিকট শব্দ! আমি গেটেই ছিলাম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ সেবা সংস্থার প্রতিনিধিরা আসেন। ঘটনাস্থলের পাশে গ্যাসের লাইনে দুটি লিকেজ পাওয়ার কথা সময় সংবাদের কাছে স্বীকার করেছেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

মুঠোফোনে তিনি বলেন, মেইন লাইন থেকে বাসায় যে লাইন যায় সেখানে লিকেজ পাওয়া গেছে।

তবে ঘটনাস্থল পরিদর্শক করে নিজেদের দায় অস্বীকার করেছে গেছে ওয়াসা। যদিও স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, সুয়ারেজ লাইন পরিস্কারের বিষয়ে ওয়াসা বরাবরই উদাসীন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানালেন, সেবা সংস্থার ঝুঁকিপূর্ণ লাইনের কারণে দুর্ঘটনার শঙ্কার কথা জানিয়ে তিতাস ও ওয়াসাকে চিঠি দিয়েও কোনো ফল পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়