শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে পার্কিং করা মাইক্রোবাসে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈরের মৌচাক রেন্ট-এ কার থেকে মাইক্রোবাসের চালক সোহেল ভাড়ায় যাত্রী বহন করে থাকেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে মৌচাক রেন্ট-এ কারে মাইক্রোবাসটি নিয়ে যান চালক সোহেল। ভাড়া না হওয়ায় সারা দিনই মাইক্রোবাসটি স্ট্যান্ডে পার্কিং করে রাখা হয়।

রাত ৯টার দিকে ভাড়া না হওয়ায় মাইক্রোবাসটি বাসায় নিয়ে যাওয়ার জন্য চালক সোহেল ভেতরে উঠে সুইস অন করার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। পরে চালক সোহেল কৌশলে মাইক্রোবাস থেকে নেমে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই পুরো মাইক্রেবাসটি পুড়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি মনিরুজ্জামান বলেন, চালক মাইক্রোবাসটি চালু দেয়ার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চালক মাইক্রোবাসটির সুইস অন করার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বলে চালক সোহেল আমাদের জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়