শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২২ বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনুস

স্পোর্টস ডেস্ক: [২] লম্বা সময়ের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব নিতে চেয়েছিলেন ইউনুস খান। সাবেক অধিনায়কের চাওয়া পূরণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন পাকিস্তান ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান।

[৩] গত আগস্টে ইংল্যান্ড সফরে স্বল্প মেয়াদে বাবর আজমদের ব্যাটিং কোচের দায়িত্ব পান ইউনুস। তখনই তিনি জানিয়েছিলেন, লম্বা সময়ের জন্য কাজ করতে আগ্রহী। - স্পোর্টস জোন

[৪] টেস্টে পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করা ইউনুসকে দীর্ঘ সময়ের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব দেয়ার পর পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘ইংল্যান্ড সফরে ইউনুসের অভিজ্ঞতা দারুণ কাজে লেগেছে দলের।

[৫] স্বল্প সময়ের দায়িত্ব দারুণভাবে পালন করেছে সে। আমরা খুশি ইউনুসের মতো একজনকে পেতে যাচ্ছি। শুধু জাতীয় দল নয়, যখন আন্তর্জাতিক সূচি থাকবে না, তখন স্থানীয় ব্যাটসম্যানদের সঙ্গেও কাজ করবেন তিনি।’

[৬] ২০০৯ সালে ইউনুসের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তান। ব্যাটিং কোচ হিসেবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দায়িত্বে থাকবেন তিনি।

[৭] লম্বা সময় জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ইউনুস। তিনি বলেন, ‘দীর্ঘ মেয়াদে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে আমাকে কাজ করার

[৮] সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দায়িত্বটাকে অনেক সম্মানের মনে করি এবং খুব ভালো সময় কাটবে আশা করি। নিউজিল্যান্ড সফরে একটা দুর্দান্ত সময়ের অপেক্ষায় আছি।’

[৯] আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। স্বাগতিকদের সঙ্গে তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাবর আজম-মোহাম্মদ হাফিজরা। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়