শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাস পোড়ানো বিএনপি ও তার দোসরদের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ: তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বাসে অগ্নিসংযোগ, গবেষণার নামে টিআইবি'র রাজনৈতিক প্রতিবেদন ও বিভিন্ন মহলের উস্কানিমূলক বক্তব্যই দেশকে অস্থিতিশীল করার অংশ।

[৩] তিনি বলেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। মহামারির মধ্যে ধনাত্মক অর্থনৈতিক প্রবৃদ্ধির হাতেগোনা ক'টি দেশের মধ্যে বাংলাদেশ স্থান করে নিয়েছে। বিভিন্ন মহল থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে।

[৪] ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন। কিন্তু অতীতে কারা এভাবে বাস পুড়িয়েছে, কিভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে শতশত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, দেশবাসী জানে।

[৫] ২০১৩-১৪ সালে যেভাবে যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল, বৃহস্পতিবার যে ৯টি বাস পোড়ানো হয়েছে, তার মিল রয়েছে। অতীতের নাশকতা সরকার কঠোরহাতে দমন করেছে। এবারও সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে এই অপতৎপরতা সম্পর্কে সন্দেহজনক কিছু দেখলে, সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনার আহবান জানান তিনি।

[৬] তথ্যমন্ত্রী বলেন, দুই নেতার অডিও ফোনালাপ প্রমাণ করে এই ঘটনার সঙ্গে তারা যুক্ত। বিএনপি মহাসচিব একটি সত্যি কথা বলেছেন, এটি পূর্বপরিকল্পিত। আসলে তারা পূর্বপরিকল্পনা করেই এ ঘটনা ঘটিয়েছেন।

[৭] শুক্রবার রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়