শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১,  গ্রেপ্তার ১

সাদ্দাম হোস‌েন : [২] জেলার জমি দখলকে কেন্দ্র করে মারপিটে নুর মোহাম্মদ ওরফে নুরু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও বগুড়াপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে গুরুতর আহত হন নুরু এবং শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

[৩] জানা যায়, গত মঙ্গলবার ওই গ্রামের মৃত সামছুল হকের ছেলে হানিফ (৬২) এর বাড়িতে জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায় একদল সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা মহিলাসহ পরিবারের সদস্যদের বেধরক মারপিট করে গুরুতর জখম করে বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। ওই সময় নুর মোহাম্মদ ওরফে নুরু সহ ৫/৭ জন গুরুতর আহত হন। বাড়ির লোকেরা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় নুরুকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুরে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সে মারা যায়। এ ঘটনায় পরদিন নুরুর বোন জামাই হানিফ বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ অভিযান চালিয়ে সালন্দর মোজাতিপাড়া গ্রামের মৃত তসির উদ্দিনের ছেলে সমসের আলী (৫৫) কে গ্রেফতার করে।

[৪] ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, আমরা তাৎক্ষনিক এক জনকে গ্রেফতার করেছি ,বাকিদেরও অতিসত্তর গ্রেপ্তার করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়