শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কম টাকার রাজশাহীর দল দিতে পারে চমক

রাহুল রাজ: [২] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের ছাড়াই দল গঠন করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। বড় তারকা বলতে এই দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার আশরাফুল ও তরুণ টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

[৩] বৃহস্পতিবার ১২ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। অনুষ্ঠানের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রেডের কোনো ক্রিকেটার কেনেনি মিনিস্টার গ্রুপ রাজশাহী। মূলত তরুণদের ওপর বেশি ভরসা করেছে দলটি।

[৪] দ্বিতীয় রাউন্ডে ‘বি’ গ্রেড থেকে রাজশাহী দলে ভিড়িয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। এরপর মোট আট সেটে একে নাজমুল হোসেন শান্ত, উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, পেসার ফরহাদ রেজাদের দলে নিয়েছে রাজশাহী। - এনটিভি

[৫] রাজশাহী দলের কর্মকর্তা হাসান জাকির জানান, তরুণ নির্ভর দল গঠন করেও আমরা শিরোপা প্রত্যাশী। অভিজ্ঞ আশরাফুলের সাথে দলের তরুণরা চাইবে নিজেদের প্রমাণ করতে। সব মিলিয়ে আমরা মনে করি এবারের টুর্নামেন্টের জন্য মিনিস্টার গ্রুপ রাজশাহী ব্যালেন্স একটি দল তৈরি করেছে।

[৬] একনজরে মিনিস্টার গ্রুপ রাজশাহী স্কোয়াড :
মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী অনিক, রকিবুল হাসান (সিনিয়র), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়