শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকারের এজেন্টরাই গাড়ি পুড়িয়েছে: ফখরুল

শিমুল মাহমুদ: [২] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের কিছু অংশ যারা বিভিন্নভাবে কাজ করে, কেউ কেউ স্যাবোটাজ করার জন্য এ ধরনের ঘটনা ঘটায়। আমি স্পষ্টভাষায় বলতে চাই, বিএনপি এই রাজনীতি করে না।

[৩] তিনি বলেন, বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক ঘটনা। আমি তীব্র ভাষায় নিন্দা করছি। আমরা যারা রাজনীতি করি তারা সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক চিন্তাভাবনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি। এগুলো হয় যখন দেশে কোনও গণতান্ত্রিক স্পেস থাকে না।

[৪] বিএনপির মহাসচিব বলেন, আপনি একটা মিছিল করতে পারবেন না, কোথাও গিয়ে সভা করতে পারবেন না- এসব অনেকদিন ধরে হয়ে আসছে। ফলে অনেক সময় এই ধরনের যারা দুষ্কৃতী তারা এই সুযোগগুলো নিয়ে এসব ঘটায়।

[৫] মির্জা ফখরুল বলেন, আমাদের দেশনেত্রী দুই বছর ধরে জেলে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশের বাইরে। এরকম একটা কঠিন সময়েও আমাদের ঐক্য অটুট আছে। এই ধরনের দলে যেটা হয় কেউ কেউ পদত্যাগ করে যায়। এখনও দলের মধ্যে কোনও ভাগ হয়নি। আমাদের দল চলে যৌথ নেতৃত্বের মাধ্যমে।

[৬] তিনি বলেন, আমরা মনে করি যে, খালেদা জিয়া অ্যাকটিভ আছেন মানসিকভাবে। তার যে অস্তিত্ব দেশের মানুষের মধ্যে, এটা অত্যন্ত গভীরে। আমরা মনে করি, তিনি রাজনীতিতে আছেন এবং থাকবেন। অবশ্যই তিনি অ্যাকটিভ হবেন।

[৭] দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর প্রকাশিত অডিও সম্পর্কে তিনি বলেন, আমি এটা শুনিনি, জানিও না। তবে যেটা যেখানে যেভাবে আসুক, এগুলো আমরা সমর্থন করি না। এগুলোর পেছনে সরকারের হাত সবসময় থাকে, যারা এটাকে মেনিপুলেটেড করে।

[৮] শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিবকে রিপোর্টার্স ইউনিটির ক্রেস্ট উপহার দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়