শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএমপি’র আকবরশাহ থানা এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিশেষ অফিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

[৩]বৃহস্পতিবার [১২ নভেম্বর] বিকেলে আকবরশাহ থানাধীন বড় গ্যাস লাইন মিরপুর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গেপ্তারকৃতরা হলেন- মোঃ রবিন (২০) ও মোঃ রবিউল ইসলামকে (২৮)। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১টি পাইপ গান, ১টি চাপাতি, ৩টি কিরিচ ও ২টি ছোরা উদ্ধার করা হয়।

[৫] পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.এ.এম হুমায়ুন কবির, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ আরিফ হোসেন এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, আকবরশাহ থানা, মোহাম্মদ জহির হোসেন, পিপিএম-সেবা এর নেতৃত্বে এসআই(নিঃ) /আবদুল মোমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অফিযানটি পরিচালনা করেন।

[৬] সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) আরিফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিরা আকবরশাহ্ থানা এলাকায় অপরাধ কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে জব্দকৃত অবৈধ অস্ত্রসমূহ তাদের কাছে রেখেছে বলে স্বীকার করে। এ সংক্রান্তে আকবরশাহ্ থানায় রুজু করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে সিএমপির আকবরশাহ থানায় একাধিক মামলা রুজু আছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়