শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি ও ইসরায়েল সহযোগিতায় আহওয়াজে সন্ত্রাসী হামলার মূল হোতাকে আটকের দাবি ইরানের

রাশিদুল ইসলাম : [২] ইরানের আহওয়াজ শহরে ২০১৮ সালে সামরিক বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার মূল হোতাকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। কয়েকদিন আগে আটকের খবর বের হলেও বৃহস্পতিবার ইরান আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানালো। পারসটুডে

[৩] ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফারাজুল্লাহ চাব যিনি হাবিব আইয়ুবি নামেও পরিচিত তিনি ওই হামলার মূল হোতা। ফারাজুল্লাহ চাব সাম্প্রতিক বছরগুলোতে ইরানের রাজধানী তেহরান এবং খুজেস্তান প্রদেশের বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন এবং যখন তাকে আটক করা হয়েছে তার আগ মুহূর্তেও তিনি নতুন হামলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন।

[৪] ফারাজুল্লাহ চাব কথিত আরব স্ট্রাগল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আহওয়াজ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। তার প্রতি সরাসরি সমর্থন দিয়েছে সৌদি আরব এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থার। তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরও ইরানের ভেতরে অনেক বড় সন্ত্রাসী হামলা চালাতে সক্ষম হয়েছেন।

[৫] ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলছে, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর আহওয়াজ শহরে যে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল তার প্রধান হোতা এখন ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের হাতে। ওই সন্ত্রাসী গোষ্ঠী ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশকে ইরান থেকে বিচ্ছিন্ন করার জন্য সশস্ত্র সহিংসতা চালিয়ে আসছে।

[৬] ফারাজুল্লাহ চাব স্বীকার করেছেন সৌদি আরবের গোয়েন্দা সংস্থা তাকে সহযোগিতা করত। এই সহযোগিতার অংশ হিসেবে সৌদি গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে তার বেশ কয়েকবার বৈঠক হয়েছে বলে জানান ফারাজুল্লাহ চাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়