শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় কালীপুজো উদ্বোধন করলেন সাকিব

নিউজ ডেস্ক: অনেকটা ঝড়ের মতো কলকাতার ঐতিহ্যবাহী পুজোমণ্ডপের কালী পুজো উদ্বোধন করলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কলকাতার কাঁকুড়গাছি এলাকার আমরা সবাই ক্লাব আয়োজিত এ পুজোয় আরও উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতার বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসানসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এসময় দুই বাংলার সম্পর্ক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সাকিব।

কলকাতার যে ক’টি বড় কালী পুজোর আয়োজন হয়, তার মধ্যে কলকাতার ‘আমরা সবাই ক্লাব’র পুজো অন্যতম। কলকাতায় কালীপুজো উদ্বোধনে বরাবরই দেশ-বিদেশের সেলিব্রিটিদের মঞ্চে দেখা যায়। এবার অনেকটা ঝড়ের মতোই কালীপুজো উদ্বোধনে দেখা গেল বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে। ‌

পুজোর আয়োজক পরেশ পালের হাত থেকে নেন একগুচ্ছ উপহার।

এসময় সাকিব আল হাসান বলেন, ‘এ জায়গাটা আমার কাছে ঘরের মতোই মনে হয়। তাই আপনারা আমাকে ডাকলে আমি কখনও নিষেধ করি না। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন এবং আমাকে সমর্থন দিয়ে যাবেন। পাশাপাশি সবাই একসঙ্গে দুই বাংলার সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

আয়োজক পরেশ পাল বলেন, ‘এই করোনাকালীন সাকিব আল হাসান আমাদের সময় দেয়ায়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা দি’র পক্ষ থেকে তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

উপ-হাইকমিশনার তৌফিক হাসান বলেন, আমরা বাঙালিরা জাতিগতভাবেই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। যে কারণে, পরেশ দার এ পুজো উদ্বোধনে আজ আমরা যারা এসেছি, তারা সবাই মুসলমান। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন এটা।

স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় বক্তব্য রাখার পর কলকাতার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চাপিয়ে সাকিবকে মূল মণ্ডপের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় কলকাতায় সাকিব ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়, কেউ কেউ চেষ্টা করেন সেলফি তুলতেও।

সাকিবের আসার আগে সময় স্বল্পতার কারণে কলকাতার মেয়র ও রাজ্য সরকারের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সংক্ষিপ্ত বক্তৃতায় সব ধর্ম-বর্ণ-জাতি মিলেমিশে থাকার আহ্বান জানান সবাইকে। সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়